মুম্বই: আলিয়া ভট্ট এই মুহূর্তে মানালিতে, ব্রহ্মাস্ত্র-র শ্যুটিংয়ে ব্যস্ত। সেখান থেকেই দিদি শাহিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তিনি। ইনস্টাগ্রামে দিদির সঙ্গে ছোটবেলার কয়েকটি ছবি পোস্ট করেছেন আলিয়া।

আলিয়া লিখেছেন, বোনের জন্মদিনের বার্তা লিখতে বারবার ভাবছি.. আমি শাহিনের মত ভাল লিখতে পারি না। আর একটা কারণ, আমরা এমন ভাষায় কথা বলি, যা সম্ভবত কেউ বুঝতে পারবে না। দেখুন আলিয়া-শাহিনের ছোটবেলার ছবি


আলিয়ার মা সোনি রাজদানও শাহিনের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন।