মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকে স্বজনপোষণ বিতর্কে সরগরম বিনোদন দুনিয়া। অভিনয় জগৎ থেকে গানের দুনিয়া, সব ক্ষেত্র থেকে স্বজনপোষণের অভিযোগ সামনে আসছে। মন্তব্য,পাল্টা মন্তব্যের ঝড়ে কার্যত নেটদুনিয়া উত্তাল।
তারকা-সন্তানরা বোশিরভাগ সময়ই কম যোগ্যতা নিয়েই কাজ পেয়ে যান ছবিতে, এমন অভিযোগ উঠেছে অনেকের বিরুদ্ধেই। নেটিজেনদের আক্রমণে কার্যত পর্যুদস্ত সোনম কপূর, সোনাক্ষী সিংহরা।
এরই মধ্যে ট্যুইটারে এই বিষয়ে নিজের মতপ্রকাশ করেছেন পরিচালক হনসল মেহতা। তিনি লিখেছেন, তিনি প্রযোজনা করবেন বলে তাঁর ছেলে ছবি পরিচালনা করেন না। তিনি ছবি তৈরি করেন, কারণ তাঁর সেই যোগ্যতা আছে। শেষমেষ কিন্তু তাঁকেই তাঁর কেরিয়ার গঠন করতে হবে, তাঁর বাবাকে নয়। তাঁর ছায়া একদিকে যেমন ছেলের কাছে আশীর্বাদ তেমন অভিশাপও।




এর উত্তরে আলিয়া ভট্টের মা সোনি রাজদান লেখেন, 'তারকা সন্তানদের উপর মানুষের প্রত্যাশার চাপও অনেক বেশি। আর আজ যাঁরা স্বজনপোষণ নিয়ে এত কথা বলছেন, যাঁরা নিজের চেষ্টায় এই দুনিয়ায় জায়গা তৈরি করেছেন, তাঁদের পরবর্তী প্রজন্মও যদি এই কাজে আসতে চায়, তাহলে? তাঁরা কি বারণ করবেন?'

সুশান্তের মৃত্যুর পর থেকেই স্বজনপোষণ বিতর্কে সকলের তোপের মুখে কর্ণ জোহর, আলিয়া ভট্টরা। এই মুহূর্তে সোনি রাজদানের এই প্রশ্ন নিঃসন্দেহে আলোচনার মোড় ঘোরাতে পারে।