চিনতে পারছেন পরেশ রাওয়ালের সঙ্গে এই ছোট্ট-মিষ্টি মেয়েটিকে? জানতে দেখুন...
‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে আলিয়া ও রণবীর--দুজনকেই দেখা যাবে। ছবি সৌজন্য - ইনস্টাগ্রাম
এই ছবিতে সঞ্জয় দত্তের সঙ্গে আলিয়ার মা সোনি রাজদানকে দেখা যাচ্ছে। ছবি সৌজন্য - ইনস্টাগ্রাম
ফলে, এখন আলিয়া ও রণবীরকে হামেশাই একসঙ্গে দেখা যাচ্ছে। ছবি সৌজন্য - ইনস্টাগ্রাম
খবর, আলিয়া ও রণবীরের মধ্যে প্রণয়ের সম্পর্ক রয়েছে। ছবি সৌজন্য - ইনস্টাগ্রাম
এই ছবিতে পরিবারের সঙ্গে দেখা যাচ্ছে আলিয়াকে। ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন পূজা ভট্ট, সোনি রাজদান, মহেশ ভট্ট এবং রাহুল ভট্টকে দেখা যাচ্ছে। ছবি সৌজন্য - ইনস্টাগ্রাম
এই ছবিতে আবার বাবা মহেশ ভট্টের কোলে বসে ছবি তোলাতে দেখা যাচ্ছে ছোট্ট আলিয়াকে। ছবি সৌজন্য - ইনস্টাগ্রাম
ছবিটি কর্ণ জোহরের প্রোডাকশন হাউসের ব্যানারে তৈরি হচ্ছে। ছবি সৌজন্য - ইনস্টাগ্রাম
এর কয়েকদিন আগে, ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শ্যুটিংয়ের সময় সুপারস্টার নাগার্জুন, রণবীর কপূর ও অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা গিয়েছিল আলিয়াকে। ছবি সৌজন্য - ইনস্টাগ্রাম
সম্প্রতি, আলিয়া ভট্টের ছোটবেলার ছবি শেয়ার করেছেন তাঁর মা সোনি রাজদান। সেখানে আলিয়াকে বিখ্যাত অভিনেতা পরেশ রাওয়ালের সঙ্গে দেখা যাচ্ছে তাঁকে। ক্যাপশনে রাজদান লিখেছেন, আরেব্বাস, কত বছর কেটে গেল...‘তমান্না’ ছবির সেটে আলিয়া। বেশি দিনের কথা নয়। ছবি সৌজন্য - ইনস্টাগ্রাম