নয়াদিল্লি: ফের নয়া নিয়মাবলী 'নেটফ্লিক্স' (Netflix) বা 'ডিজনি প্লাস হটস্টার'-এর (Disney Plus Hotstar) মতো বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মগুলির (OTT Platform) জন্য? ভারত সরকারের একটি নথি এবং রয়টার্সের উদ্ধৃত সূত্র অনুসারে খবর, কেন্দ্রের তরফে এই স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলিকে তাদের কনটেন্ট অনলাইনে প্রকাশ করার আগে 'অমার্জিত' এবং 'সহিংসতা'র (obscenity and violence) জন্য স্বাধীনভাবে পর্যালোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে (Information and Broadcasting Ministry) এক বৈঠকের সময় এই প্রস্তাব পেশ করা হয়েছে বলে খবর। 


ওটিটি প্ল্যাটফর্মগুলির জন্য নয়া নিয়ম?


২০ জুন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের হেডকোয়ার্টারে ওটিটি প্ল্যাটফর্মগুলির সঙ্গে যে মিটিং হয় সেখানেই এই প্রস্তাব রাখা হয়েছে তাঁদের সামনে। যদিও এই প্রস্তাবের বিরোধিতা করেছে স্ট্রিমিং সংস্থাগুলি এবং সবশেষে কোনও ঐক্যবদ্ধ সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব হয়নি। এমনটাই জানানো হয়েছে ওই মিটিংয়ে উপস্থিত রয়টার্সের প্রতিনিধি সূত্রে। 


এই বৈঠকে ওটিটি প্ল্যাটফর্মে প্রদর্শিত বিস্তারিত ও সাবালকদের জন্য তৈরি কনটেন্ট প্রসঙ্গে চিন্তা প্রকাশ করা হয় মন্ত্রকের তরফে। এই ইস্যু উত্থাপিত করা হয়েছে সংসদ সদস্য, নাগরিক গোষ্ঠী এবং সাধারণ জনগণের তরফে, খবর রয়টার্স সূত্রে। 


ভারতে ওটিটি প্ল্যাটফর্মগুলির মধ্যে বিদেশের 'নেটফ্লিক্স' ও 'অ্যামাজন' বিপুল পরিমাণে জনপ্রিয়তা লাভ করেছে। এক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ২০২৭ সাল পর্যন্ত স্ট্রিমিং মার্কেট পৌঁছতে পারে ৭ বিলিয়ন ডলারে। অনলাইন কনটেন্টে প্রায়ই বলিউডের প্রথম সারির তারকাদের দেখা যায়। কিন্তু এর মধ্যে বেশ কিছু কনটেন্ট আইনরক্ষক ও সাধারণ মানুষের দ্বারাও সমালোচিত হয়েছে বিশেষ কিছু 'অপ্রীতিকর' ও 'আপত্তিজনক' দৃশ্য দেখানোর জন্য। এর মধ্যে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানারও অভিযোগ রয়েছে কিছু। 


ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখানো চলচ্চিত্রের ক্ষেত্রে সেগুলি সরকার-নিযুক্ত বোর্ড দ্বারা পর্যালোচনা এবং সার্টিফায়েড হয়। কিন্তু স্ট্রিমিং কনটেন্টগুলির ক্ষেত্রে বর্তমানে এই ধরনের নিয়ন্ত্রণের কোনও ব্যবস্থা নেই। উক্ত বৈঠকে আধিকারিকরা ওটিটি কনটেন্ট রিভিউ করার জন্য এমন কোনও স্বাধীন প্যানেল তৈররি প্রস্তাব দেন যাতে 'অপ্রীতিকর' বা 'আপত্তিজনক' দৃশ্য ফিল্টার করে দেওয়া যায়। ইন্ডাস্ট্রির তরফে যদিও এই প্রস্তাবের বিরোধিতা করা হয়। কিন্তু সরকারি আধিকারিকদের তরফে এই প্রস্তাবকে ভেবে দেখার কথা বলা হয়েছে। প্রসঙ্গত, সরকারের তরফে আমাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ইতিমধ্যেই তৈরি করে দেওয়া নৈতিক পর্যায় রক্ষার জন্য 'আরও সক্রিয়' হওয়ার ওপরে জোর দিয়েছেন। এর মধ্যে ভারতীয় কনটেন্টের সঙ্গে রয়েছে আন্তর্জাতিক কনটেন্টও। 


এই মিটিংয়ে উপস্থিত ছিলেন 'অ্যামাজন', 'ডিজনি', 'নেটফ্লিক্স', 'রিলায়েন্স'-এর ব্রডকাস্ট ইউনিট, 'ভায়াকম ১৮', 'অ্যাপল টিভি'। যদিও এই ব্যাপারে মন্ত্রক বা ওটিটি সংস্থাগুলির তরফে কিছু জানানো হয়নি। এই সিদ্ধান্ত থেকে নিঃসন্দেহে ইঙ্গিত দেয় যে ভারতে বাড়তে থাকা স্ট্রিমিং মার্কেটের সঙ্গে পাল্লা দিয়ে ওটিটি কনটেন্টের ওপরও নজরদারি এবার কড়া হতে চলেছে। 


আরও পড়ুন: Telly Masala: নিজের আসল বাবা-মার খোঁজ পাবে সোনা? ভাস্করের বিরুদ্ধে মামলা জিততে পারবে ঐশানী? একঝলকে টেলি মশালা


এর আগে বিশ্ব তামাক বিরোধী দিবসে বিশেষ নির্দেশিকা জারি করা হয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে। সেখানে বলা হয় ওটিটিতেও 'তামাক বিরোধী সচেতনতা বার্তা' ব্যবহার বাধ্যতামূলক। নয়তো স্বাস্থ্য মন্ত্রক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তরফে জরিমানা করা হবে। এই নির্দেশ মানা না হলে পেনাল্টি দিতে হবে অনলাইন কন্টেন্ট পাবলিশারকে, জানানো হয় নির্দেশিকায়।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial