কলকাতা: অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গনা বিদ্ধস্ত প্রবল বৃষ্টিতে। ইতিমধ্যেই মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৩০। বহু এলাকাই জলমগ্ন। ব্যহত যোগাযোগ ব্যবস্থা। রেল ও সড়কপথে জল জমেছে। বন্যা পরিস্থিতি সামলাতে ইতিমধ্যেই সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি। আর এবার, বন্যাবিদ্ধস্ত এলাকার মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িতে দিলেন আল্লু অর্জুন (Allu Arjun)।
সোশ্যাল মিডিয়ায় আজ অল্লু অর্জুন পোস্ট করেছেন, 'আমি অন্ধ্রপ্রদেশ আর তেলঙ্গনার বন্যাবিদ্ধস্ত মানুষদের জন্য ভীষণভাবে আহত, দুঃখিত। আমি বন্যা-বিপর্যস্ত মানুষের সাহায্যার্থে ১ কোটি টাকা দিতে চাই। সবাই সুস্থ থাকুক, ভাল থাকুক এটুকুই প্রার্থনা।' এই প্রথম নয়, এর আগেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন অল্লু অর্জুন। ওয়েনাডে ধসের সময়ে দুর্গতদের পাশে দাঁড়িয়েছিলেন আল্লু অর্জুন।
কাজের ক্ষেত্রে, দর্শকদের ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন বহুদিন ধরেই 'পুষ্পা ২: দ্য রুল' (Pushpa 2: The Rule) ছবির নির্মাতারা। অল্লু অর্জুন (Allu Arjun) অনুরাগীরা সেই কবে থেকে অপেক্ষায়। শেষ ঘোষণা অনুযায়ী সুকুমার (Sukumar) পরিচালিত এই ছবি মুক্তি পাবে এই বছরের ৬ সেপ্টেম্বর। 'পুষ্পা: দ্য রাইজ' (Pushpa: The Rise) ছবির বিপুল সাফল্যের পর আসছে সিক্যুয়েল। চন্দনকাঠের চোরকারবারী হিসেবেই ফিরবেন পুষ্পা রাজ। ইতিমধ্যেই এই ছবি সম্পর্কে মিলল বড় তথ্য। যে কোনও ছবি প্রেক্ষাগৃহে মুক্তির পর তা জনসাধারণে হাতের মুঠোয় পৌঁছে যায় নানা ধরনের ওটিটি প্ল্যাটফর্মের হাত ধরে। যদিও 'পুষ্পা ২: দ্য রাইজ' এখনও প্রেক্ষাগৃহেই মুক্তি পায়নি, এই ছবির OTT-তে আসতে অবশ্যই অনেক দেরি আছে। কিন্তু ইতিমধ্যেই শোনা যাচ্ছে এই বহু প্রতীক্ষিত ছবির সত্ত্ব কিনেছে নেটফ্লিক্স। সূত্রের খবর, 'পুষ্পা ২: দ্য রুল' ছবির ওটিটি রাইটস কিনেছে নেটফ্লিক্স, এবং এও শোনা যাচ্ছে এর জন্য ২৭০ কোটি টাকা ব্যয় করেছে ওটিটি জায়ান্ট সংস্থা। শোনা যাচ্ছে 'পুষ্পা ২' ছবির সমস্ত ভাষার সত্ত্বই গ্রহণ করেছে নেটফ্লিক্স।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।