কলকাতা: একের পর এক ছবি হাতছাড়া অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone)। সন্দীপ রেড্ডি বঙ্গার সঙ্গে ৮ ঘণ্টা কাজের দাবি সহ একাধিক বিষয়ে বড় বাজেটের ছবি হাতছাড়া হয়েছিল তাঁর। এরপরে, 'কল্কি'-র মতো গুরুত্বপূর্ণ ছবির সিক্যুয়েল থেকেও সরে গিয়েছিলেন দীপিকা। তবে অ্যাটলির ছবিতে জায়গা পাকা রয়েছে তাঁর। পরিচালকের হাত ধরে, দীপিকাকে এবার দেখা যাওয়ার কথা AA22 x A6 ছবিতে, তাঁর বিপরীতে দেখা যাওয়ার কথআ অল্লু অর্জুন (Allu Arjun)-কে। সেই ছবি নিয়ে এবার পারদ চড়ালেন পরিচালক। 

Continues below advertisement

সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে, নিজের ছবি AA22 x A6 নিয়ে মুখ খুলেছেন অ্যাটলি। তিনি জানিয়েছেন, এই ছবির শ্যুটিংয়ের পরিকল্পনা চলছে। গোটা টিম এই কাজে ব্যস্ত, আর তাঁরা প্রত্যেকেই নতুন নতুন সব পরিকল্পনা নিয়ে আসছেন, যাতে এই ছবিটিকে আরও বড়, আরও ভালভাবে তৈরি করা যায়। অ্যাটলি জানিয়েছেন, দর্শকেরা সত্যিই অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই ছবিটার জন্য, এটা তাঁদের একটা ভীষণ ভাল ব্যবহার। এর আগে, আমি যখন 'রাজারানি' সিনেমাটি করেছিলাম, সেটা ছিল একটা ভালবাসার গল্প। কিন্তু এবার আমি আরও বড় কিছু করতে চাই। আমার পরিকল্পনা রয়েছে এমন কিছু করব, যেটা হবে একেবারে নতুন আর দর্শকেরা এই ছবি দেখার সময় এমনটাই আকর্ষিত হবেন যে চেয়ার ছেড়ে উঠতে পারবেন না।

দর্শকদের উদ্দেশে বার্তা দিয়ে গিয়ে অ্যাটলি বলেন, 'আমি দর্শকদের বলব আরও কয়েকটা মাস অপেক্ষা করতে। আমরা সবাই এই সিনেমাটা নিয়ে কাজ করছি, আমার আমার প্রত্যাশা, আমরা বড় কিছু আনব। একটা বিষয় আমি দর্শকদের কথা দিতে পারি, আপনারা এমন কিছু দেখবেন, যেটা আপনারা আগে কখনও দেখেননি। আমরা হলিউডের প্রফেশনালসদের সঙ্গে কথা বলছি, তাঁদের সঙ্গে মিলে কাজ করছি। এই প্রোজেক্টটা আমাদের কাছে ভীষণ চ্যালেঞ্জিং। তবে আমরা সবাই মন প্রাণ দিয়ে খাটছি। আশা করি দর্শকদের জন্য একটা নতুন কিছু আনতে পারব।'

Continues below advertisement

অল্লু অর্জুনের ৪৩তম জন্মদিনে এই ছবিটির ঘোষণা করা হয়েছিল। 'পুষ্পা ২-দ্য রুল' (Pushpa 2: The Rule)-এর পরে, ফের এই ছবিতে দেখা যাবে অল্লু অর্জুনকে। এই ছবিটি সায়েন্স ফিকশন হবে, সেটা আগেও জানিয়েছিলেন অ্যাটলি। এই ছবিতে দীপিকাকে মুখ্যভূমিকায় দেখা যাবে। এই ছবিতে সমান গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অল্লু অর্জুনকেও।