চেন্নাই: গত বছরের শেষের দিকে মুক্তি পায় দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের (Allu Arjun) ছবি 'পুষ্পা দ্য রাইজ' (Pushpa The Rise)। একাধিক দক্ষিণী ভাষায় মুক্তি পাওয়ার পাশাপাশি এই ছবি মুক্তি পায় হিন্দিতেও। আর খুব অল্প সময়ের মধ্যেই 'পুষ্পা দ্য রাইজ' হিন্দি ভার্সন ১০০ কোটির ক্লাবে জায়গা করে নেয়। যেখানে বিশ্বজুড়ে এই ছবি ব্যবসা করে ৩০০ কোটিরও বেশি টাকার। 'পুষ্পা দ্য রাইজ' ছবির জনপ্রিয়তা সারাদেশের কাছে আল্লু অর্জুনকে আরও বেশি জনপ্রিয় করে তুলেছে। জনপ্রিয় তিনি আগেও ছিলেন। কিন্তু এই ছবি তাঁকে গোটা দেশের কাছে পরিচিত করে তুলেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে আল্লু অর্জুন জানালেন যে, ছবিটি তৈরির আগে নির্মাতাদের লক্ষ কী ছিল। তাঁরা কি দেশের সমস্ত মানুষের মন জিতে নেওয়ার জন্যই ছবিটি তৈরি করেছিলেন?


'পুষ্পা দ্য রাইজ' ছবির সাফল্যের পর আল্লু অর্জুনের জনপ্রিয়তা-


গত বছর 'পুষ্পা দ্য রাইজ' মুক্তি পাওয়ার পর থেকে এই ছবির ব্যবসা থেকে ছবিতে অভিনীত তারকাদের নিয়ে একাধিক হেডলাইন তৈরি হয়েছে। হেন কোনও সংবাদমাধ্যম নেই যেখানে এই ছবিকে নিয়ে লেখা হয়নি। জানা যাচ্ছে, 'পুষ্পা'র সাফল্য আল্লু অর্জুনকে বিশ্বের দরবারেও পরিচিত করে তুলেছে। দেশের নামী ম্যাগাজিনের কভারে জায়গা পেয়েছেন তিনি। আর কভার ছবিতে তিনি পোজ দিয়েছেন একেবারে 'পুষ্পা' স্টাইলেই। সাক্ষাৎকারে আল্লু অর্জুন বলছেন, 'পরিচালক সুকুমার গাড়ু বলেছিলেন, 'আমি জানি না তুমি কীভাবে করবে, কিন্তু এটা চাই যেন সকলে তোমাকে দেখে হাঁটতে শুরু করে।' এরপরই একটা কাঁধ তুলে 'পুষ্পা' স্টাইলে ছবিতে হাঁটার অভিনয় করেন আল্লু অর্জুন।


আরও পড়ুন - Tara Sutaria: বলিউডের বাইরে থেকে এসেও কীভাবে বি-টাউনের বিগ বাজেট ছবিতে জায়গা করে নেন তারা?


আল্লু অর্জুন আরও বলছেন, 'এভাবে হাঁটার কায়দা রপ্ত করার আসল কারণ এটা ছিল না যে, সারাদেশের মানুষের মন জয় করে নেওয়া। এটা খুব স্বাভাবিকভাবেই হয়েছে। আর তাই দর্শকের ভালো লেগেছে। কোনও পরিকল্পনা করে নয়। বরং খুব স্বাভাবিকভাবেই এই স্টেপ এসেছে।' প্রসঙ্গত, আল্লু অর্জুনের বিপরীতে এই ছবিতে দেখা যায় রশ্মিকা মন্দান্নাকে (Rashmika Mandanna)। ইতিমধ্যেই জানা গিয়েছে যে, চলতি বছরের শেষের দিকে আসতে পারে এই ছবির দ্বিতীয়ভাগ।