নয়া দিল্লি: ৪৮ ঘণ্টার দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে কারাবাস থেকে মুক্তি পেলেন অল্লু অর্জুন। শনিবার ভোরেই জেল থেকে মুক্তি পেলেন তিনি। যদিও জেলের সামনে দিয়ে বেরতে দেখা যায়নি, বরং জেলের পিছনের গেট দিয়ে বেরিয়ে গাড়িতে উঠে যান দক্ষিণী সুপারস্টার। শুক্রবার তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল তেলঙ্গানার নিম্ন আদালত। পরে হাই কোর্ট তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। কিন্তু আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় রাতে জেল থেকে ছাড়া হয়নি অভিনেতাকে। তাঁকে রাখা হয়েছিল হায়দরাবাদের চঞ্চলগুড়া জেলে। 


এদিন সকালে অভিনেতার বাবা অল্লু অরবিন্দ এবং শ্বশুর কাঞ্চরলা চন্দ্রশেখর রেড্ডি আসেন জেলে। এদিকে অল্লুর 'পুষ্পা' খ্যাত স্টারের আইনজীবী অশোক রেড্ডি সাফ জানান যে অভিনেতার গ্রেফতারি 'অবৈধ' ছিল। অন্তর্বর্তী জামিন পেয়ে যাওয়ার পরেও অভিনেতাকে কেন রাতে জেল থেকে ছাড়া হল না, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তাঁর আইনজীবী। তিনি এও জানান, হাই কোর্টের নির্দেশের কপি রাতেই জেল কর্তৃপক্ষ হাতে পেয়েছিল। তা সত্ত্বেও নানা অজুহাত দিয়ে অল্লু অর্জুনকে ছাড়া হয়নি। ফলে রাতে জেলে থাকতে হয়েছে দক্ষিণী সুপারস্টারকে। এর বিরুদ্ধে আইনি পথে ব্যবস্থা নেওয়া হবে, জানান অল্লুর আইনজীবী। 


হায়দরাবাদের একটি প্রিমিয়ারে অতিরিক্ত ভিড়ের চাপে এক মহিলার পদপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিনেতাকে। আর এবার এই ঘটনায় অভিনেতাকে ১৪ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছিল। 'পুষ্পা ২'-র প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর অভিযোগে তাঁকে আটক করেছে পুলিশ।                       


আরও পড়ুন, একটা ডিম ১২ টাকা, নতুন আলুর দাম ১০০ টাকার উপরে, অশান্ত বাংলাদেশে বাজারদর শুনলে পিলে চমকাবে


হল মালিকদের পক্ষ থেকে বলা হচ্ছে যে ছবির প্রিমিয়ারে অল্লু নিজে উপস্থিত হবেন তা আগে থেকে জানানো হয়নি তাদের, ফলে জনসমাগম সামলানোর পরিকাঠামো বা ব্যবস্থাপনা করতে পারেননি তারা। অল্লু অর্জুনের টিমের তরফ থেকে কেন পুলিশকে জনসমাগমের বিষয়ে আগে থেকে যথাযথভাবে অবগত করা হয়নি, সেই অভিযোগ উঠেছিল অভিনেতা ও তাঁর টিমের বিরুদ্ধে।


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে