কলকাতা: নতুন ছবিতে অনুষ্কা সেন (Anushka Sen)। 'বাল ভীর' ও 'দেবো কী দেব, মহাদেব'-এর সৌজন্যে ইতিমধ্যেই পরিচিতি পেয়েছেন অভিনেত্রী। রাহাত কাজমি (Rahat Kazmi) পরিচালিত এই ছবি মুক্তি পাবে আন্তর্জাতিক নারীদিবসে (International Women's Day)। একটি কিশোরীকে ধর্ষণ ও তার লড়াইকে তুলে ধরবে এই ছবি। সিনেমাটির নাম 'অ্যাম আই নেক্সট' (Am I Next)।


এই ছবির গল্প, এক কিশোরীকে ধর্ষণ ও তাঁর অন্তঃসত্ত্বা হয়ে পড়ার পরের লড়াইয়ের। আদালতের সঙ্গে গর্ভপাতের জন্য তাঁর লড়াইয়ের গল্পই তুলে ধরা হবে এই ছবিতে। এই সিনেমা সম্পর্কে অনুষ্কা বলছেন, 'এই ছবিটা আমার মনের খুব কাছে। এর থেকে চ্যালেঞ্জিং চরিত্র আমি এর আগে করিনি। গর্ব করছি, আশা করছি, এই ছবিটা সমাজের কাছে একটা বার্তা নিয়ে আসবে। মানুষ অনেক কিছু শিখবে এই ছবির থেকে। এই ছবির অংশ হতে পারার জন্য় আমি নিজেকে ধন্য বলে মনে করি।'


আরও পড়ুন: Mrs. Chatterjee Vs Norway: অনির্বাণ রানির সমীকরণ, সংসারের গল্প সুরে বাঁধা, মুক্তি পেল 'শুভ শুভ'


প্রসঙ্গত, ২০২১ সালে মুক্তি পেয়েছিল অংশুমান প্রত্যুষ পরিচালিত 'নির্ভয়া, সমাজের লক্ষ্মী' ছবিটি। সেই ছবির গল্পেও তুলে ধরা হয়েছিল একটি কিশোরীর লড়াইকে। ছবির মুখ্যভূমিকায় দেখা গিয়েছিল হিয়া দে-কে। এর আগেই অবশ্য জনপ্রিয় একটি ধারাবাহিকে দেখা গিয়েছিল হিয়াকে।                                                                                                                                                           


এই ছবির গল্প আবর্তিত হয়েছিল একটি ১৩ বছরের মেয়েকে ঘিরে। গণধর্ষণের ঘটনার শিকার হয় সে। তারপর সেই বালিকার লড়াইের গল্পই নির্ভয়ার মূল উপজীব্য। গল্পের বাঁধুনিতে দিল্লির নির্ভয়াকাণ্ডের কোনও ছায়া নেই অবশ্য। বরং দেখা গিয়েছে উন্নাওকাণ্ডের ছায়া। গণধর্ষিতা হওয়ার পরে একটি ঘটনায় তাঁর গোটা পরিবারের সবাই মারা যান। বেঁচে যায় ওই বালিকা। প্রতিনিয়ত আইনের সঙ্গে লড়াই চলে ওই বালিকার। গণধর্ষিতা হওয়ার পর ৬ মাস কোমায় থাকে ওই বালিকা। এরপর সে সুস্থ হওয়ার পর জানা যায়, ওই বালিকা অন্ত্বসঃত্ত্বা। দেরি হয়ে যাওয়ায় ওই বালিকাকে গর্ভপাত করানোর অনুমতি দেয়নি আদালত। এরপর এক শিশুর জন্ম দেয় ওই বালিকা।