কলকাতা: বিদেশের মাটিতে বাঙালির গল্প.. নতুন গানে যেন মিশে গেল অনেক আবেগ। মুক্তি পেল 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' (Mrs Chatterjee Vs Norway) ছবির প্রথম গান, 'শুভ শুভ' (Subho Subho)। বিদেশে সংসার পাতার গল্প, সংসারের ছবিই তুলে ধরা হল গান জুড়ে। আর দেখা গেল রানি মুখোপাধ্যায় (Rani Mukherji) ও অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya)-র রসায়ন।
এক প্রবাসী বাঙালি বাবা-মা আর তাঁদের সন্তানদের জীবনযাপনের প্রেক্ষাপটেই গল্পের বুনন। সত্য ঘটনা অবলম্বনে তৈরি মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে (Mrs Chatterjee Vs Norway) আগামী ১৭ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ট্রেলারে যে আঁচ পাওয়া গিয়েছে, তা হল, স্বামীর চাকরি সূত্রে পরিবারকে পারি দিতে হয়েছে সুদূর নরওয়েতে। সেখানেই একজন মা নিজের সন্তানদের রক্ষার্থে কীভাবে গোটা দেশের সঙ্গে লড়াই চালানোর ক্ষমতা রাখেন সেই গল্প নিয়েই তৈরি হয়েছে এই ছবি। এর আগে সরস্বতী পুজোর দিন ছবির একটি স্টিল ফোটো শেয়ার করেছিল জি স্টুডিও। এর পর মুক্তি পায় ছবির পোস্টার। আর এবার ট্রেলার। সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে ছবির ট্রেলারটি।
আরও পড়ুন: Top Entertainment News Today: কটূক্তির শিকার ইমন, অস্কারের মঞ্চে দীপিকা, বিনোদনের সারাদিন
এই ছবিতে রানি মুখোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্য্যকে। এই ছবির হাত ধরেই বলিউডে প্রথম পা রেখেছেন অনির্বাণ। রানি মুখোপাধ্যায়ের স্বামীর চরিত্রে দেখা যাবে তাঁকে। ট্রেলারে অনির্বাণ নজর কেড়েছেন আর রানিকে দেখা গিয়েছে একেবারে বাঙালিনী লুকে। শাড়ি, শাঁখা পলায় রানি বাঙালি মা। যিনি আইন বোঝেন না, নিয়ম বোঝেন না, কেবল বোঝেন তাঁর সন্তানের সাহচর্য। দুই দেশের সংস্কৃতি, আর তার মধ্যে শৈশব আর মাতৃত্বের টানাপোড়েন, নতুন এই ছবি অন্য স্বাদের গল্প বলবে।