কলকাতা: কুস্তিতে অলিম্পিক্সের মঞ্চে তিনি ব্রোঞ্জ জয় করেছিলেন। ভারতের হয়ে ষষ্ঠ পদকটি এনেছিলেন তিনিই। মাত্র ২১ বছর বয়সে দেশের নাম উজ্জ্বল করেছিলেন তিনি। আমন শেরাওয়াত (Aman Sehrawat)। তবে এবার নিজের স্বপ্ন পূরণ করলেন ২১ বছরের এই কুস্তিগীর। ছোটপর্দায় নিজের প্রিয় চরিত্র জ্যেঠালাল ওরফে দিলীপ জোশি (Dilip Joshi)-র সঙ্গে দেখা করলেন আমন। দেখা করার সময় নিজের ব্রোঞ্জ মেডেলও নিয়ে গিয়েছিলেন আমন। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল 'জ্যেঠালাল' আর আমনের এই ছবি। শুধু তাই নয়, আমন পেলেন বিশেষ এক উপহারও!
'তারাক মেহতা কি উল্টা চশমা' (Taarak Mehta Ka Ooltah Chashmah) ২০০৮ সালে সম্প্রচারিত হওয়া একটি কমেডি টেলিভিশন শো। আর এই শো-তে 'জ্যেঠালাল' -এর চরিত্রে অভিনয় করে যিনি মনজয় করেছেন, তিনি হলেন, দিলীপ জোশি। ছোট থেকেই এই শো -এর অনুরাগী ছিলেন কুস্তিগীর আমন। আর মেডেল জয়ের পরে, নিজের এই ইচ্ছাটাই পূর্ণ করলেন আমন। দেখা করলেন দিলীপ জোশির সঙ্গে। শুধু দেখা বা স্বপ্নপূরণ নয়, সঙ্গে বিশেষ উপহার পেলেন আমনদীপ। সেটি হল 'জিলাবি ফাফদা' এটি একটি মিষ্টি ডিশ যা ভীষণ জনপ্রিয়।
প্রসঙ্গত, অলিম্পিক্সে পুয়ের্তো রিকোর ডারিয়েন টোই ক্রুজকে ফ্রি-স্টাইল ৫৭ কেজি বিভাগে পরাস্ত করে কেরিয়ারের প্রথম অলিম্পিক পদক জিতেছেন আমন। পুয়ের্তো রিকোর প্রতিপক্ষকে ১৩-৫ ব্যবধানে পরাস্ত করেছিলেন আমন। তাঁর হাত ধরেই ভারতের ঝুলিতে চলে আসে ষষ্ঠ পদক। মাত্র ২১ বছর বয়সেই এত বড় সাফল্য পেয়ে স্বভাবতই উজ্জীবিত হরিয়ানার বিরোহারের ২১ বছরের এই কুস্তিগীর। নিজের আদর্শ রবি দাহিয়াকে পরাস্ত করে অলিম্পিক্সে টিকিট পাকা করেছিলেন আমন।
ব্রোঞ্জ পদকের এই ম্যাচের শুরুতেই পয়েন্ট তুলে নিয়েছিলেন ক্রুজ। যদিও শীঘ্রই ২ পয়েন্ট তুলে নিয়েছিলেন শেরাওয়াতও। এরপরে, আরও একটি পয়েন্ট পেয়ে গিয়েছিলেন ক্রুজ। টান টান ম্যাচে শেরাওয়াত আরও দুই পয়েন্ট তুলে নিয়েছিলেন। ম্যাচে ৬-৩ ব্যবধানে এগিয়ে যান তিনি। জমিতে শেরাওয়াতকে ফেলে প্রথম রাউন্ডে আরও দুই পয়েন্ট তুলে নেন ক্রুজ। যদিও শীঘ্রই পয়েন্ট টেবিল পাল্টে ফেলেছিলেন ভারতীয় কুস্তিগীর। দুই পয়েন্ট জিতে, মোট আট পয়েন্ট তুলে নিয়েছিলেন তিনি। এরপর পয়েন্ট পৌঁছেছিল ১৩-য়। এর সঙ্গে সঙ্গে কেরিয়ারে প্রথম অলিম্পিক পদক জিতে নেন আমন।
আরও পড়ুন; Kalki 2898 AD OTT Release: আজই দুটি প্ল্যাটফর্মে মুক্তি পেল 'কল্কি', কোথায়, কোন ভাষায় দেখতে পাবেন?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।