মুম্বই: বক্সঅফিসে সাফল্য পেয়েছে 'গদর ২' (Gadar 2)। ২২ বছর পর বড়পর্দায় ফিরেছেন তারা সিংহ (Tara Singh) ও সাকিনার (Sakina) জুটি। ১১ অগাস্ট মুক্তি পেয়েছে 'গদর ২' (Gadar 2)। তবে এবার, নাকি 'কহো না পেয়ার হ্যায়' (Kaho Na Peyaar Hai)-এর নায়ক হৃতিক রোশনের (Hrithik Roshan) সঙ্গে ফের কাজ করতে চান আমিশা পটেল (Ameesha Patel)!ব


২০০০ সালে মুক্তি পেয়েছিল 'কহো না পেয়ার হ্যায়' ছবিটি। সেই সময়ে চূড়ান্ত সাফল্য পেয়েছিল হৃতিক ও আমিশার এই প্রেমের গল্প। এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন হৃতিক। ২৩ বছর পরে, 'গদর ২'-এর সাফল্যে ফের একবার হৃতিকের সঙ্গে কাজ করার ইচ্ছাপ্রকাশ করলেন আমিশা। তবে সেই ছবি 'কহো না পেয়ার হ্যায়'-এর সিক্যুয়াল হবে কি না, সেই ইঙ্গিত অবশ্য দেননি তিনি। তবে আমিশার কথায়, 'হৃতিকের সঙ্গে ওই ছবিতে কাজ করার অভিজ্ঞতা ছিল দারুণ। হৃতিকের থেকে আমি অনেক কিছু শিখেছিলাম। ওঁর সঙ্গে আবার কাজ করতে পারলে ভাল লাগবে।'


পরিচালক অনিল শর্মা 'গদর ২' ছবিতে দেশপ্রেমের আবেগকে জাগিয়ে তুলেছেন। ১৯৭১ সালের 'ক্রাশ ইন্ডিয়া মুভমেন্ট'-এর মধ্যে তারা সিং, সাকিনা ও তাদের ছেলে উৎকর্ষ এক হয়ে কীভাবে লড়াই করেছিলেন সেই গল্পই উঠে এসেছে এই ছবিতে। ট্রেলারেই স্পষ্ঠ ছিল যে ছবিতে দুর্দান্ত অ্য়াকশান সিকোয়েন্সের দেখা মিলেছে।


প্রসঙ্গত, 'গদর: এক প্রেম কথা' বক্সঅফিসে চূড়ান্ত সাফল্য় লাভ করেছিল। মোট ১০০ কোটি টাকার ব্য়বসা করেছিল এই ছবি। আমির খানের 'লাগান'-এর সঙ্গেও রীতিমত টক্কর চলে এই ছবির। উল্লেখ্য়, ছবির শ্য়ুটিং চলাকলীন আমিশা পটেল (Ameesha Patel) অভিযোগ তোলেন ছবির সেটের চরম অব্যবস্থা নিয়ে। অভিনেত্রী সমস্ত অভিযোগই আনেন পরিচালক অনিল শর্মার প্রযোজনা সংস্থার বিরুদ্ধে (Director Producer Anil Sharma)। সেই প্রসঙ্গে মুখও খোলেন অনিল শর্মা। তাঁর দাবি ছিল এই সমস্ত অভিযোগ একেবারে মিথ্যা। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন পরিচালক। মেকআপ আর্টিস্ট, কস্টিউম ডিজাইনার প্রমুখদের অনিল শর্মার প্রোডাকশন হাউজ থেকে প্রাপ্য পারিশ্রমিক না পাওয়া নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিলেন অভিনেত্রী। তবে ছবির সাফল্যের পরে, ফিকে হয়ে গিয়েছে সেসব অভিযোগ। আপাতত সাফল্যে ভাসছেন আমিশা। আর তাই, হৃতিক রাজি থাকলে, 'কহো না পেয়ার হ্যায়' -এর স্মৃতি উস্কে ফের একবার তাঁর সঙ্গে কাজ করতে চান পর্দার সাকিনা। 


আরও পড়ুন: Shah Rukh Khan: স্যুইমিং কস্টিউমে শাহরুখের সঙ্গে পুলে সুহানা, তীব্র কটাক্ষ নেটিজেনদের একাংশের