মাটিতে বসে রোহনপ্রীত। পিছনে সোফায় বসে তাঁর কাঁধে হাত দিয়ে আছেন নেহা কক্কর। ক্যাপশানে লেখা, 'রোহনপ্রীত সিং, তুমি আমার।' সেইসঙ্গে হ্যাশট্যাগে লেখা 'নেহুপ্রীত'। নেহার এই পোস্টই হইচই ফেলে দিয়েছেন নেট দুনিয়ায়। কারণ এখানে গায়িকা কার্যত স্বীকার করে নিয়েছেন রোহনপ্রীতের সঙ্গে তাঁর সম্পর্কের কথা।
অন্যদিকে প্রায় একই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রোহনপ্রীতও। একই জায়গায় বসে রয়েছেন নেহা ও রোহনপ্রীত। গালে হাত দিয়ে হাসছেন নেহা। ক্যাপশানে রোহনপ্রীত লিখেছেন, আমার জীবনের সঙ্গে আলাপ করিয়ে দিই, নেহা কক্কর। তিনিও ব্যবহার করেছেন, হ্যাশট্যাগ 'নেহুপ্রীত'। অন্য একটি ছবি শেয়ার করে রোহনপ্রীত লিখেছেন, 'ভগবানকে ধন্যবাদ।'
২০০৭ সালে সা রে গা মা পা লিটিল চ্যাম্পস অনুষ্ঠান থেকেই গানের জগতে রোহনপ্রীতের আসা। ২০১৭ সালে প্রথম গান দিয়ে ডেবিউ করেন তিনি।
সম্প্রতি বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্করের সঙ্গে রোহনপ্রীত সিংয়ের বিয়ের খবর নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায়। নেহার বিয়ে নিয়ে গুঞ্জন ছড়াতেই মুখ খোলেন গায়িকার প্রাক্তন প্রেমিক হিমাংশ কোহলি। তিনি বলেন, 'নেহা যদি সত্যিই এবার বিয়ে করেন, তাহলে তা খুশির খবর। নেহা নিজের জীবনে কাউকে পেয়েছেন, এ কথা জানতে পেরে আমি খুশি'।
প্রসঙ্গত, নেহা কক্কর এবং রোহনপ্রীত সিংয়ের নতুন গান 'ডায়মন্ড কা ছল্লা' আসতে চলেছে। তার জন্যই কি নেহা, রোহনপ্রীত ওই ধরনের গল্পের প্লট তৈরি করছেন, তা নিয়ে শোরগোল শুরু হয়েছে।