নয়াদিল্লি: বেশ কিছুদিন ধরেই তাঁদের বিচ্ছেদের খবর শিরোনামে। কিন্তু সম্প্রতি একটি ছবি পোস্ট করে সেই জল্পনায় জল ঢাললেন অভিনেত্রী নয়নতারা (Nayanthara)। দক্ষিণের লেডি সুপারস্টার ও তাঁর স্বামী বিগ্নেশ শিবান (Vignesh Shivan) সম্প্রতি দুই সন্তানকে নিয়ে উড়ে গেলেন সৌদি আরবে। সেই উড়ানের একটি মিষ্টি ছবি পোস্ট করলেন অভিনেত্রী। 

Continues below advertisement

নয়নতারা-বিগ্নেশের বিচ্ছেদ হচ্ছে? কী বললেন অভিনেত্রী?

সৌদি আরব উড়ে গেলেন অভিনেত্রী নয়নতারা ও বিগ্নেশ শিবান। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন নয়নতারা, খুদেদের সঙ্গে সফর করতে কতটা উপভোগ করেন তিনি সে কথাও জানান। এতদিন বাদে ঘুরতে যেতে পেরে আনন্দিত তিনি। ২০২২ সালে বিয়ে সারেন নয়নতারা ও বিগ্নেশ।

Continues below advertisement

৮ মার্চ, শুক্রবার, নয়নতারা একটি ছবি পোস্ট করেন যেখানে দেখা যাচ্ছে পরিচালক স্বামী বিগ্নেশের সঙ্গে বিমানের ভিতরে তিনি। সঙ্গে দু'জনের কোলে তাঁদের দুই সন্তান, উইর ও উলগ। উড়ান সফরে পাড়ি দিয়েছেন তাঁরা ছবি দেখেই স্পষ্ট। ক্যাপশনে বিগ্নেশকে ট্যাগ করে তিনি লেখেন, 'আমার জীবনের পুরুষদের সঙ্গে সফর করছি অনেকদিন পর'। এই ছবি বিগ্নেশও তাঁর হ্যান্ডলে পোস্ট করেন। তার সঙ্গে তিনি জেড্ডার কিছু ছবিও পোস্ট করেন তিনি। সেই দেখেই আন্দাজ করা যায় গোটা পরিবার সৌদি আরবিয়ান গ্র্যান্ড প্রিক্সের উদ্দেশে যাত্রা করেছে। 

প্রসঙ্গত, কিছুদিন আগে থেকে হঠাৎই শোনা যায় বিচ্ছেদের পথে নয়নতারা ও বিগ্নেশের সম্পর্ক। কারণ বিগ্নেশকে ইনস্টাগ্রামে আনফলো করে দেন অভিনেত্রী। পরে আবার তিনি বিগ্নেশকে ফলো করতে শুরু করেন। এছাড়াও একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন অভিনেত্রী, যার ফলে আরও ধোঁয়াশায় পড়েন তাঁর অনুরাগীরা। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, 'হুম... আই অ্যাম লস্ট' অর্থাৎ হতাশা প্রকাশ করেছিলেন কোনও ব্যাপারে। যদিও তাঁদের বিচ্ছেদ প্রসঙ্গে এখনও পর্যন্ত নয়নতারা বা বিগ্নেশ কেউই মুখ খোলেননি। 

আরও পড়ুন: Pulkit-Kriti: মার্চেই চার হাত এক হবে পুলকিত-কৃতীর? ফাঁস হল বিয়ের আমন্ত্রণপত্র!

কিছুদিন আগে, ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে-তে আদুরে ছবি পোস্ট করেন অভিনেত্রী। সেখানে দেখা গিয়েছিল দুই ছেলের সঙ্গে তাঁর ছবি। লিখেছিলেন, 'আমি তোমাকে ভালবাসি, আমার উইর। আমি তোমাকে ভালবাসি, আমার উলাগ। আমার ভ্যালেন্টাইন্স ডে শ্রেষ্ঠ বানানোর জন্য ধন্যবাদ।' অন্যদিকে ছেলেদের সঙ্গে ও স্ত্রী নয়নতারার সঙ্গে ছবি পোস্ট করেন বিগ্নেশ। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।