মুম্বই: বিরুষ্কার বিয়ের পর থেকেই টিনসেল টাউনে আরেক জুটির বিয়ের খবর এখন কান পাতলেই শোনা যাচ্ছে। তাঁরা হলেন দীপবীর। এমনকি একথাও শোনা যাচ্ছিল যে দীপিকা পাড়ুকোন তাঁর জন্মদিনেই রণবীর সিংহের সঙ্গে বাগদান পর্বটি সেরে ফেলবেন। যদিও বাগদান সেদিন হয়নি, তবে রণবীরের বাবা-মা তাঁদের বাড়ির ভাবী পুত্রবধূকে শাড়ি ও হীরের গয়না দিয়ে আশীর্বাদ করেছেন বলে জানা গিয়েছে। এবার শোনা গেল দীপবীরের নতুন বাসার কথা। তাঁরা নাকি গোয়ায় বাংলো কিনেছেন। তাহলে কি তাঁরা বিয়ের পর গোয়াতেই সংসার পাতবেন?
গোয়ায় দীপিকা-রণবীরের বাংলোর পাশেই রয়েছে রঘুরাম রাজন এবং সুনীল গাওস্করের সম্পত্তিও। তবে এই বাংলোর কথা স্বীকার করেননি রণবীরের পিআর টিম।
আপাতত অনস্ক্রিনে দুই তারকাকে সামনেই 'পদ্মাবত' ছবিতে দেখা যাবে। ২৫ জানুয়ারি পর্দায় মুক্তি পাচ্ছে এই ছবি।
বিয়ের পর কি গোয়ায় থাকবেন দীপিকা-রণবীর? সেখানে বাংলো কিনেছেন তাঁরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Jan 2018 10:22 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -