কলকাতা: ১ বছরের কিছু বেশি সময় হল আমির খান (Amir Khan) কন্যা ইরা খানের (Ira Khan) -এর বিয়ে হয়ে গিয়েছে। ২০২৪ সালের জানুয়ারি মাসে বিয়ে হয়েছিল ইরার। দীর্ঘদিনের প্রেমিক নুপূর শিখরের (Nupur Shikhare) সঙ্গে বিয়ে হয়েছে তাঁর। তবে সোশ্যাল মিডিয়ায় সদ্য ইরা-র বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে। বিয়ের পরেও কোনোদিন ক্যামেরা থেকে দূরে থাকেননি ইরা। বিভিন্ন উৎসব থেকে শুরু করে ছবির প্রিমিয়ার, সব জায়গাতেই দেখা যেত তাঁকে। তবে সদ্য সোশ্যাল মিডিয়ায় ইরার যে লুক প্রকাশ্যে এসেছে, তা দেখে অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা!
সোশ্যাল মিডিয়ায় ট্রোলড ইরা
সদ্য সোশ্য়াল মিডিয়ায় ইরা খানের কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে এখটি কালো টি শার্টে দেখা যাচ্ছে ইরাকে। সঙ্গে রয়েছেন তাঁর স্বামী নুপূরও। তবে দেখা যাচ্ছে, বিয়ের সময়ের থেকে, অনেকটাই বেশি ওজন বেড়ে গিয়েছে ইরা খানের। ইরা কোনোদিন ও খুব বেশি সাজগোড করতে পছন্দ করেন না। এই ছবিটিতে তাঁকে কালো টি শার্ট ও জিন্স পরে দেখা গিয়েছে। হুপস ইয়াররিং আর হালকা মেক আপে পাপারাৎজির সামনে ধরা দিয়েছেন ইরা। সঙ্গে ছিলেন তাঁর স্বামী নুপূর। তবে ইরাকে এভাবে দেখে সবাই চমকে উঠেছেন। ইরা-র এতটা ওজন বেড়ে গিয়েছে যে নেটদুনিয়া বলছে, ইরাকে তো একেবারেই চেনা যাচ্ছে না। এতটা ওজন বাড়িয়ে ফেলার ফলে যেন অচেনা হয়ে গিয়েছেন আমির কন্যা ইরা।
নেটিজেনদের মন্তব্য
ইরা খানের এই ভিডিও দেখে অনেকে মন্তব্য করেছেন, 'কোন দিক থেকে মিষ্টি লাগছে ইরাকে?' অনেকে আবার মন্তব্য করেছেন, 'ইরাকে তো চেনাই যাচ্ছে না।' অনেকে লিখেছেন, 'ফিটনেস ট্রেনারের তো আরও অনেক অনেক ফিট থাকা জরুরি! প্রসঙ্গত নুপূরের সঙ্গে শরীরচর্চা করতে গিয়েই আলাপ হয় ইরার। নুপূরই ছিলেন ইরার ফিটনেস ট্রেনার। বিয়ের আগে অনেকটাই ওজন ঝরিয়েছিলেন ইরা। তবে এখন তিনি অনেকটাই ওজন বাড়িয়েছেন। অন্যদিকে নুপূর এখনও আগের মতোই ফিট রয়েছেন। বিয়ের দিন দেখা গিয়েছিল, নুপূর জগিং করতে করতে এসেই ইরাকে বিয়ে করেন।