কলকাতা: এই ছবিতে নাকি নিজেই অভিনয় করতে চেয়েছিলেন আমির খান (Amir Khan)। কিন্তু বেঁকে বসেন খোদ পরিচালক। বলেন, আমিরের গ্ল্যামার নাকি তাঁর ছবির জন্য ক্ষতিকর। সেই কারণেই খোদ আমির খানকেই ছবি থেকে বাদ দিয়ে দিয়েছিলেন পরিচালক। কে সেই পরিচালক? তিনি আর কেউ নন, আমিরের প্রাক্তন স্ত্রী কিরণ রাও। 'লাপতা লেডিজ়' ছবিটি প্রযোজনা করার পাশাপাশি সেই ছবিতে অভিনয় ও করতে চেয়েছিলেন আমির খান। কিন্তু তাঁকে অভিনয় করতে বারণ করেছিলেন কিরণ। অডিশন দিয়েও বাতিল হয়েছিলেন তিনি। এবার প্রকাশ্যে এল সেই অডিশনের ভিডিও।
সদ্য আমির খানের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ্যে আনা হয়েছে 'লাপতা লেডিজ়' ছবিতে আমির খানের অডিশন দেওয়ার সেই ভিডিও। সেখানে পুলিশের বেশে দেখা যাচ্ছে আমির খানকে। মুখে পান নিয়ে তিনি পাকা অভিনয় করেছেন বটে, কিন্তু এই অডিশনের ক্লিপিং দেখে নেটিজেনরা বলছেন, কিরণ রাও একেবারে সঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন। এই চরিত্রের জন্য রবি কিষণ-ই ছিলেন সেরা।
'লাপতা লেডিজ'-এর পরিচালনা করেছিলেন কিরণ রাও (Kiran Rao)। তবে সেই চিত্রনাট্য প্রথমে এসেছিল আমিরের কাছে। এদিনের অনুষ্ঠানে আমির বলেছিলেন, 'প্রথমে এই ছবির চিত্রনাট্য আমার কাছে এসেছিল। জানতাম, কিরণ অনেকদিন থেকে একটা ভাল চিত্রনাট্যের অপেক্ষায় রয়েছে। এই ছবির গল্পটার মধ্যে এমন কিছু ছিল, যেটা যতটা বাস্তবের কাছাকাছি করে বলা যায়, ততই ভাল। সেই কারণেই কিরণকে পরামর্শ দিয়েছিলাম খুব মাটির কাছাকাছি সুরেই গল্পটাকে বাঁধতে।'
এখানেই শেষ নয় গল্প। এই ছবিতে নিজে অভিনয় করতে চেয়েছিলেন আমির খান। তবে সেখানে বাধ সেধেছিল তাঁর তারকা ইমেজ। আমির বলেছেন, ‘ছবিতে যে চরিত্রটিতে রবি কিষণ অভিনয় করেছেন, সেটি আমিই করতে চেয়েছিলাম প্রথমে। কিরণের কাছে স্ক্রিনটেস্টও দিই কিছুটা জেদ করেই। সেটা ভালই দিয়েছিলাম। পরে আমাদের ২জনের সেটা দেখে পছন্দও হয়। কিন্তু তারপরে মনে হয়, একজন নায়ককে চরিত্রাভিনেতা হিসেবে মানুষ নাও মেনে নিতে পারেন। নায়কের কাছে তো অনেক প্রত্যাশা থাকে অনুরাগীদের।’ কিরণ বলেছেন, 'আমির এই ছবির একটি চরিত্রে অভিনয় করতে চেয়েছিল। ও বলেছিল, এমন মেকআপ বা শরীরী ভাষা থাকবে, যে কেউ ওঁকে চিনতেই পারবে না। ছবির গল্পের সঙ্গে ওঁর তারকা ইমেজ যায় না। সেই কারণেই আমির বলেছিল সম্পূর্ণ ছক ভেঙে অভিনয় করবে ও। তবে তাতে আমি রাজি হইনি।' এরপরে আমির বলেন, 'কিরণ আমায় বলেছিল, তুমি ছবিতে থাকলে তোমার নামেই টিকিট বিক্রি হবে। কিন্তু তোমায় যদি কেউ নাই চিনতে পারে তাহলে আমি টিকিট বেচব কী করে?'
এরপরে দুজনেই ভূয়সী প্রশংসা করেছিলেন রবি কিষণের অভিনয়ের। কিরণ বলেন, ‘রবিজী এই চরিত্রটায় একটা ফ্লেভার নিয়ে এসেছে। আর ওঁর হিন্দির ভোজপুরী টান, শরীরী ভাষা, সব মিলিয়ে মনে হয়েছিল, এই চরিত্রটা ওঁর থেকে ভাল আর কেউ করতেই পারবে না।'