কলকাতা: একটা সময় ছিল, যখন আমির খান (Amir Khan) বলেছিলেন, তিনি আর নতুন করে প্রেমে পড়তে চান না। জীবনের বাকিটা তিনি কাজ ও সন্তানদের নিয়েই কাটাতে চান। তবে বিধির বিধান কেই বা খণ্ডাতে পারে। দীর্ঘদিন ধরেই ইন্ডাস্ট্রিতে শোনা যাচ্ছিল, ফের নাকি সম্পর্কে জড়িয়েছেন আমির খান। বৃহস্পতিবার সেই জল্পনাতেই সিলমোহর দিলেন আমির। এদিন ছিল তাঁর প্রি-বার্থডে সেলিব্রেশন। পাপারাৎজিরা জড়ো হয়েছিলেন তাঁর বাড়িতে। সবার সামনেই কেক কেটে জন্মদিন পালন করেন আমির। গত বছর ও বিশেষ এই দিনটিতে আমিরের পাশে দেখা গিয়েছিল কিরণ রাওকে। তখন তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে। কিন্তু তারপরেও আমির ও কিরণের বন্ধুত্ব অটুট। তাঁরা একসঙ্গে কাজ পর্যন্ত করেছেন। তবে এদিন উপস্থিত ছিলেন না কিরণ। একাই কেক কাটেন আমির। আর তারপরেই চমক। আমির পাপারাৎজিদের সঙ্গে আলাপ করিয়ে দেন তাঁর প্রেমিকার।
আগেই জানা গিয়েছিল আমিরের প্রেমিকার নাম গৌরী স্প্রাত। সেই জল্পনা যে সত্যি ছিল, তা প্রমান হল এদিনই। সাংবাদিক ও ছবি শিকারীদের সঙ্গে জন্মদিনে আমির যখন কথোপকথনে ব্যস্ত ছিলেন, তখন তিনি নিজেই সবার সামনে গৌরীকে নিয়ে এসে চমকে দেন। গৌরী আসলে বেঙ্গালুরুর মেয়ে। তাঁর একটি ৬ বছরের সন্তানও রয়েছে। তবে সবার সঙ্গে গৌরীকে আলাপ করিয়ে দিয়ে আমির অনুরোধ করেন গৌরীর কোনও ছবি না তুলতে। আমির চান না গৌরী এখনও লাইমলাইটে এসে পড়ুন। সবসময় তাঁকে ধাওয়া করুন ছবিশিকারীরা। গৌরী সাধারণ ঘরের মেয়ে ও আমির চান তাঁর জীবনযাত্রা সাধারণই থাকুক। সেই কারণেই আমির কাউকে ছবি তুলতে বারণ করেন। আমিরের কথার সম্মান রেখেই প্রকাশ্যে আনা হয়নি, গৌরীর কোনও ছবি।
আমির এদিন বলেন, তিনি গৌরীর সঙ্গে তাঁর দুই বন্ধু সলমন খান (Salman Khan) ও শাহরুখ খানের (Shah Rukh Khan) আলাপ করিয়ে দিয়েছেন। গত দেড় বছর থেকে তাঁরা একসঙ্গে রয়েছেন। তবে গৌরীর সঙ্গে নাকি আমিরের নতুন পরিচিতি নয়। ২৫ বছর আগে দেখা হয়েছিল তাঁদের। সেই থেকেই চেনাজানা। তবে ফের যখন এত বছর পরে তাঁদের দেখা হল, তখন বদলে গিয়েছে সমস্ত পরিস্থিতিই। আমির জানান, তিনি আর গৌরী এখন বাবা মা হয়ে গিয়েছেন। তাঁদের ওপর সন্তানদের দায়িত্ব রয়েছে। তবুও তাঁরা একসঙ্গে থাকা নিয়ে ভীষণ গুরুত্ব দিয়ে ভাবছেন।
আরও পড়ুন: Bhagyashree: কপালে ১৩টা সেলাই, গুরুতর জখম ভাগ্যশ্রী! কী করে এই হাল হল অভিনেত্রীর?