কলকাতা: অস্কারের দৌড়ে সামিল কিরণ রাও পরিচালিত লাপতা লেডিজ (Laapataa Ladies)। ২০২৫ সালের অস্কারে (Oscars 2025) ভারতের জনপ্রিয় ছবি 'লাপতা লেডিজ' (Laapataa Ladies) নিজের মনোনয়ন পাকা করে ফেলেছে। সোমবার 'ফিল্ম ফেডারেশন'-এর (Film Federation) তরফে ঘোষণা করা হয়েছে। অস্কারের 'ফরেন ফিল্ম' বিভাগে ভারত থেকে স্থান পেয়েছে কিরণ রাওয়ের (Kiran Rao) 'লাপতা লেডিজ'। ভারতীয় ফিল্ম ফেডারেশনের চেয়ারম্যান এই সুখবর দেন। আর এবার, এই ছবি নিয়ে মুখ খুললেন আমির খান (Amir Khan)। এই ছবির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে ছিলেন তিনি। আর এবার, সেই ছবি নিয়ে মুখ খুললেন, আমির খান (Amir Khan)।
আমিরের কথায়, 'কিরণ রাও আর তাঁর গোটা টিমকে নিয়ে আমি গর্বিত'। এই ছবির একেবারে শুরুর দিক থেকেই এই ছবির সঙ্গে যুক্ত ছিলেন আমির খান। তিনি নিজে এই ছবিতে অভিনয়ও করতে চেয়েছিলেন। কিন্তু রাজি হননি খোদ কিরণ রাও। তিনি বলেছিলেন, আমিরের গ্ল্যামার নাকি তাঁর সেই ছবিতে বেমানান। অবশ্য যাঁরা যাঁরা এই ছবি দেখেছেন, তাঁরাই জানেন, কেন আমির খানকে ছবিতে নিতে রাজি হননি কিরণ রাও।
আমির খান বলেন, 'আমরা এই খবরে ভীষণ খুশি। কিরণ আর ওর গোটা টিমকে নিয়ে আমি ভীষণ গর্বিত। ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার সিলেকশন কমিটিকে আমি অনেক ধন্যবাদ জানাব এই ছবিটিকে মনোনীত করার জন্য। সাধারণ মানুষ, সংবাদমাধ্যম, সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রিকে সবাইকে আমার ভালবাসা যাঁরা 'লাপতা লেডিজ'-কে সমর্থন করেছেন। জিও আর নেটফ্লিক্স আমাদের পার্টনার হয়েছিলেন, তাঁদেরকে অনেক ধন্যবাদ। তাঁদের মাধ্যমেই সাধারণের কাছে পৌঁছতে পেরেছে এই ছবি। আমি ভীষণ খুশি যে, যে কঠিন পরিশ্রম করে ওরা এই ছবিটা তৈরি করেছে, তার যোগ্য সম্মান পেয়েছে ওরা সবাই। আশা করি আকাডেমির সবার মনে ধরবে এই ছবি।'
বিনোদন দুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠান, 'দ্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস' বা যা সকলের কাছে 'অস্কার' বলে বেশি পরিচিত। ২০২৫ সালের 'ফরেন ফিল্ম' বিভাগে ভারত থেকে যাওয়া ১২টি হিন্দি ছবি, ৬টি তামিল ছবি, ৪টি মলয়ালি ছবির অন্যতম 'লাপতা লেডিজ'। এই বছরে জুরি সদস্যের সংখ্যা ছিল ১৩। এই ছবি 'অ্যানিম্যাল', 'কিল', 'কলকি ২৮৯৮ এডি', 'শ্রীকান্ত', 'চন্দু চ্যাম্পিয়ন', 'জোরাম', 'ময়দান', 'স্যাম বাহাদুর', 'আর্টিকল ৩৭০'-এর মতো ২৯টি ছবির সঙ্গে লড়াই করেছে। তালিকায় এই বছর জাতীয় পুরস্কারজয়ী মলয়ালি ছবি 'অট্টম'ও ছিল। এছাড়াও তালিকায় ছিল কান-জয়ী পায়েল কপাডিয়ার 'অল উই ইম্যাজিন অ্যাজ লাইট'।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।