কলকাতা: পুরনো সিনেমা বর্ষপূর্তিতে প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনার চল নতুন নয়। বাংলা থেকে শুরু করে মুম্বইয়ের একাধিক প্রেক্ষাগৃহে বারে বারেই দেখানো হয়েছে 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' (Dilwale Dulhania Le Jayenge) বা 'যব উই মেট' (Job We Met)-এর মতো জনপ্রিয় ছবি। আর এবার, ২৫ বছর পূর্তিতে ফের মুম্বইয়ের প্রেক্ষাগৃহে ফিরল 'সরফরোস' (Sarfasosh)। শুধু তাই নয়, বিশেষ এই স্ক্রিনিংয়ে হাজির ছিলেন আমির খান (Amir Khan) ও সোনালি বেন্দ্রে (Sonali Bendre)-ও। 


১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল আমি ও সোনালি অভিনীত এই অ্যাকশন-ড্রামা। ছবির বিষয়বস্তু মূলত ছিল দুষ্কৃতী, বেআইনি অস্ত্র পাচার। এই ছবিতে একজন পুলিশের ভূমিকায় অভিনয় করেছিলেন আমির। এই ছবিকে আমির অভিনীত অন্যতম সেরা ছবি বলে মনে করা হয়। মুখ্য নারীচরিত্রে নজর কেড়েছিলেন সোনালি বেন্দ্রে। এই ছবিতে আর ছিলেন নাসিরুদ্দিশ শাহ (Naseeruddin Shah) ও মুকেশ ঋষি (Mukesh Rishi)।


কেবল গল্প নয়, এই ছবির মিউজিকও বেশ জনপ্রিয় হয়েছিল। আজও এই গান পাওয়া যাবে অনেকের প্লেলিস্টেই। ২৫ বছর পরে, বড়পর্দায় সেই গান, সেই গল্প দেখে য়েন অনেকেই ফিরে গেলেন তাঁদের যৌবনে। বর্তমানে ছবির ধারা বদলেছে। তবে পুরনো ছবির জনপ্রিয়তা কমেনি একচুলও। আর তাই। ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে প্রেক্ষাগৃহে এই ছবিকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছিলেন নির্মাতারা।


এই ছবিটি কেবলমাত্র দর্শকদের জন্যই ফিরিয়ে আনা নয়, এদিন প্রেক্ষাগৃহে কেবলমাত্র ছবির টানেই এসেছিলেন এই সিনেমার সঙ্গে যুক্ত সব কলাকুশলীরা। দীর্ঘদিন পরে একসঙ্গে দেখা হয় সবার। এর ফলে, যেন ফিরে আসে পুরনো স্মৃতি। তবে কেবল তারকারা নন, এই ছবি যখন মুক্তি পেয়েছিল, তখন যে যে অনুরাগীদের জন্মই হয়নি, তাঁরা এদিনের স্ক্রিনিংয়ে এসেছিলেন। 


প্রসঙ্গত, সদ্য মুক্তি পেয়েছে 'লাপাতা লেজিজ়' ছবিটি। এই সিনেমাটির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত ছিলেন আমির। ওটিটিতে মুক্তি পাওয়ার পরে প্রশংসার বন্যায় ভাসছে এই ছবি। অন্য ধারার এই ছবির পরিচালনা করেছেন কিরণ রাও।


 






আরও পড়ুন: Suhotra Mukhopadhyay: প্রেম বা ব্য়ক্তিগত জীবন, সোশ্যাল মিডিয়ায় প্রচারে আমি বিশ্বাসী নই