কলকাতা: প্রথম আলাপ করানোর সময় প্রেমিকার ছবি তুলতে বারণ করেছিলেন আমির খান (Amir Khan)। তাঁর কথার মান্যতা দিয়েই প্রথমবার তাঁর প্রেমিকা গৌরী স্প্রাতের ছবি তোলা হয়নি। তবে আর রাখঢাক করতে চান না আমির খান। এবারে একেবারে প্রেমিকার হাতে হাত রেখেই দেখা গিলেন তিনি। চিনের একটি অনুষ্ঠানে প্রেমিকা গৌরীর সঙ্গে গিয়েছিলেন তিনি। সেখানে একেবারে একে অপরের হাতে হাত রেখেই পাপারাৎজিদের সামনে ধরা দিলেন তাঁরা।
এদিন আমিরের পরণে ছিল কালো পাঞ্জাবি। সঙ্গে কালো কাজ করা শাল। অন্যদিকে গৌরী বেছেছিলেন আকাশী ফুলেল সিফন শাড়ি। সঙ্গে ভারি হার ও চোখে চশমা। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পরে আমির ও তাঁর প্রেমিকার ছবি। বর্তমানে আমিরের বয়স ৬১ বছর। অন্যদিকে গৌরীর বয়স ৪৬ বছর। এক পুত্রসন্তানের মা গৌরী। বর্তমানে মুম্বইয়ের একটি বাড়িতে একত্রবাস করছেন আমির ও গৌরী। তাঁরা নিজেদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার কথাও ভেবেছেন। তবে এখনই তাঁরা বিয়ে করবেন কি না সেই বিষয়ে মুখ খোলেননি আমির বা গৌরী কেউই।
এর আগেই আমির জানিয়েছিলেন, বেঙ্গালুরু নিবাসী আমিরের প্রেমিকা নাকি আমিরকে তারকা বলে মনেই করেন না। তাঁর কাছে আমির একজন সাধারণ মানুষ। আর প্রেমিকার এই সারল্যই টেনেছিল আমিরকে। অভিনেতার অভিনীত খুব কম ছবিই দেখেছেন গৌরী। এর মধ্যে রয়েছে 'দঙ্গল' ও 'লগান'। গৌরী নাকি বলিউডের সঙ্গেও তেমন অভ্যস্থ নন। তবে আমিরের সঙ্গে সম্পর্কে জড়ানোর পরে গৌরী ধীরে ধীরে অভ্যস্থ হচ্ছেন বলিউডের সঙ্গে। ইতিমধ্যেই আলাপ সেরে ফেলেছেন শাহরুখ খান (Shah Rukh Khan) ও সলমন খানের (Salman Khan) সঙ্গেও। আমির জানিয়েছেন, তাঁর প্রেমিকা অর্ধেক তামিল এবং অর্ধেক আইরিশ। গৌরীর দাদু স্বাধীনতা সংগ্রামী ছিলেন। আমির এদিন এও স্পষ্ট করেই জানিয়ে দেন যে তিনি ও গৌরী একত্রবাস করছেন। গত দেড় বছর থেকে তাঁরা একসঙ্গে রয়েছেন। তবে গৌরীর সঙ্গে নাকি আমিরের নতুন পরিচিতি নয়। ২৫ বছর আগে দেখা হয়েছিল তাঁদের। সেই থেকেই চেনাজানা। তবে ফের যখন এত বছর পরে তাঁদের দেখা হল, তখন বদলে গিয়েছে সমস্ত পরিস্থিতিই। আমির জানান, তিনি আর গৌরী এখন বাবা মা হয়ে গিয়েছেন। তাঁদের ওপর সন্তানদের দায়িত্ব রয়েছে। তবুও তাঁরা একসঙ্গে থাকা নিয়ে ভীষণ গুরুত্ব দিয়ে ভাবছেন।