মুম্বই: নিয়ম প্রণয়নের দিনই নতুন কাজের অফার। শ্রী রামের জন্মভূমির ইতিহাস নিয়ে তৈরি ছবির জন্য ধার চাওয়া হল অমিতাভ বচ্চনের কন্ঠস্বর (Amitabh Bacchan)। শ্রী রাম কন্সটিটিউশন কমিটির ( Shri Ram Temple Construction Committee) পক্ষ থেকে এই আবেদন জানানো হয়েছে 'বিগ বি'-কে।                                                                                                                                       


শ্রী রাম কন্সটিটিউশন কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ পদে রয়েছেন লেখক ও ফিল্ম সেন্সর বোর্ডের (Film Censor Board) চেয়ারম্যান প্রসূন যোশী (Prasoon Joshi), ডঃ চন্দ্রপ্রকাশ দ্বিভেন্দি (Dr Chandraprakash Dwivedi), প্রখ্যাত লেখক অতীন্দ্র মিশ্র (Yatindra Mishra), সচ্চিদানন্দ যোশী ( Sachidanand Joshi)-কে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। সূত্রের খবর, এই কমিটিই শ্রী রামের জন্মভূমির ইতিহাস নিয়ে তৈরি করবেন একটি ছবি।                                                                                                                                   


শুক্রবার এই কমিটির চেয়াম্যান নিপেন্দ্র মিশ্র (Nripendra Misra) জানান, এই ছবিতে কণ্ঠস্বর দেওয়ার জন্য অমিতাভ বচ্চনকে আবেদন করা হয়েছে। ইতিমধ্যেই তৈরি করা হয়েছে এই ছবির একটি খসড়া। বাল্মিকী রামায়ণের ওপর ভিত্তি করে তৈরি হবে এই ছবি।


আরও পড়ুন: Ranbir Alia: 'বার্সেলোনার নতুন অনুরাগীর জন্ম হল', রণবীর আলিয়াকে শুভেচ্ছা স্পেনের ফুটবল ক্লাবের


অন্যদিকে, অমিতাভ বচ্চনের (Amitabh Bacchan) গলায় আওয়াজ অবৈধভাবে ব্যবহার আটকাতে নতুন পদক্ষেপ নিয়েছে দিল্লি হাইকোর্ট। শুধু গলার আওয়াজই নয়, অনুমতি না নিয়ে ব্যবহার করা যাবে না 'বিগ বি' (Big B)-র ছবি বা নামও। আজ অর্থাৎ ২৫ নভেম্বর থেকে জারি হয়েছে এই বিধিনিষেধ।                                                                                                                                       


সূত্রের খবর, যত্রতত্র তাঁর গলা, ছবি ও নাম ব্যবহারে আপত্তি তুলে আবেদন জানিয়েছিলেন স্বয়ং শাহেনশাহই। আর তারপরেই এই নির্দেশ জারি করেছে দিল্লি হাইকোর্ট। নতুন আইন অনুসারে, অমিতাভ বচ্চনের অনুমতি ছাড়া তাঁর ছবি, নাম অথবা কণ্ঠস্বর কোনোরকম ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। পাশাপাশি, তথ্যপ্রযুক্তি মন্ত্রক থেকে শুরু করে টেলিকম পরিষেবা প্রদানকারীদেরও নির্দেশ দেওয়া হয়েছে যে, এই ধরনের যা কিছু বাজারে রয়েছে সে সব তুলে নিতে হবে। অমিতাভের 'পার্সোনালিটি রাইটস' কে রক্ষা করতেই এই পদক্ষেপ।