মুম্বই: রণবীর কপূরের ফুটবল প্রেমের কথা কারও অজানা নয়। শুধু তাই নয়, বার্সেলোনার জন্য রণবীরের ভালবাসার কথা কারও অজানা নয়। আর তাই কি, খুদের নাম জানানোর জন্য আলিয়া ভট্ট (Alia Bhatt) আর রণবীর কপূর (Ranbir Kapoor) বেছে নিলেন বার্সেলোনার জার্সিকে? আর সেটা কিন্তু নজর এড়াল না বার্সেলোনা ক্লাবেরও। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে স্পেনের ক্লাব থেকে বিশেষ বার্তা এল ছোট্ট 'রাহা'-র জন্য। 


গত বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় তাঁদের খুদের নাম ঘোষণা কেরছেন আলিয়া ভট্ট। কোনওরকম সোশ্যাল মিডিয়া ব্য়বহার করেন না রণবীর। তাই তাঁর আপডেট পেতে অনুরাগীদের চোখ রাখতে হয় স্ত্রী আলিয়া বা মা নীতু সিংয়ের প্রোফাইলেই। একরত্তি মেয়ের কী নাম রাখেন, এই খবর জানতে অনেকেই চোখ রেখেছিলেন আলিয়ার প্রোফাইলে। বৃহস্পতিবার সেই অপেক্ষার অবসান। সোশ্যাল মিডিয়ায় খুদের নাম জানালেন আলিয়া। 


আরও পড়ুন: Bipasha Basu: প্রথমবার সোশ্যাল মিডিয়ায় একরত্তি 'দেবী'-র ছবি প্রকাশ্য়ে আনলেন কর্ণ-বিপাশা


রাহা... রাহা কপূর। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাষায় এই নামের অর্থও জানিয়ে দিয়েছেন আলিয়া। এই নাম ঘোষণা করার জন্য একটি বিশেষ ছবি ব্যবহার করেছেন আলিয়া। রণবীর ও আলিয়া কোলে নিয়ে আছেন একরত্তিকে। তবে তাঁদের ৩ জনের ছবি ঝাপসা। ফোকাস করা রয়েছে একটি ছবিতে। সেখানে রয়েছে বার্সোলনার জার্সির একটি ছবি। আর তাতে লেখা রয়েছে 'রাহা' নামটি।


 






আর সেই ছবিই ট্যুইটারে শেয়ার করে নেওয়া হয়েছে বার্সেলোনার অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট থেকে। লেখা হয়েছে, আলিয়া ভট্ট ও রণবীর কপূরকে অনেক শুভেচ্ছা। বার্সেলোনার এক নতুন অনুরাগীর জন্ম হল। বার্সেলোনায় তোমাদের সবার সঙ্গে দেখা করার অপেক্ষায় রয়েছি আমরা সবাই।'