Amitabh Bacchan: ঐশ্বর্য্যের পর অমিতাভ, আরাধ্যাকে নিয়ে ভুয়ো খবর রটানোয় সরব 'বিগ বি'

Amitabh Bacchan on Aaradhya: অমিতাভের এই তোপের কারণ বুঝতে গেলে একটু পিছনের দিকে তাকাতে হবে। সম্প্রতি আদালতের দ্বারস্থ হয়েছিলেন অমিতাভের নাতনি আরাধ্যা

Continues below advertisement

কলকাতা:  ঐশ্বর্য্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan)পরে অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)। ছোট্ট আরাধ্যা (Aaradhya Bachchan) সম্পর্কে ভুয়ো অভিযোগ ছড়ানো নিয়ে এবার মুখ খুললেন 'বিগ বি'। ট্যুইটারে সাংবাদিকদের তোপ অভিনেতার। ঠিক কী লিখলেন তিনি? 

Continues below advertisement

আজ সকালেই একটি ট্যুইট করেন অমিতাভ। সেখানে তিনি লেখেন, 'আমার কাজের সময়ে গোটা দেশে পরিচিত সাংবাদিক ছিলেন আট হাজার দুশো আটানব্বই জন। আর এখন গোটা দেশে ১.৩ মিলিয়ান সংবাদিক রয়েছেন। তাঁরাই এখন আমাদের পথ দেখান, শিক্ষিত করেন।'

অমিতাভের এই তোপের কারণ বুঝতে গেলে একটু পিছনের দিকে তাকাতে হবে। সম্প্রতি আদালতের দ্বারস্থ হয়েছিলেন অমিতাভের নাতনি আরাধ্যা। ১১ বছরের মেয়ে আরাধ্যা সম্প্রতি এক ইউটিউব ট্যাবলয়েডের (YouTube Tabloid) বিরুদ্ধে অভিযোগ জানিয়ে দ্বারস্থ হয়েছিলেন দিল্লি হাইকোর্টের। আরাধ্যার স্বাস্থ্যের বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ উঠেছে ওই ট্যাবলয়েডের বিরুদ্ধে।

আরাধ্যার দায়ের করা পিটিশনে ১০টি সংস্থাকে তাঁর সম্পর্কে "সকল ভিডিও ডি-লিস্ট এবং নিষ্ক্রিয়" করতে বলা হয়েছে। মামলায় গুগল এলএলসি এবং ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রণালয় (অভিযোগ সেল)কেও পক্ষ করা হয়েছে। আইন সংস্থা আনন্দ এবং নায়েকের দায়ের করা পিটিশনে বলা হয়েছে, 'বিবাদীদের একমাত্র উদ্দেশ্য হল বচ্চন পরিবারের সদস্যদের ক্ষতির পরোয়া না করে তাঁদের সুনাম থেকে বেআইনিভাবে লাভ করা।'

এই বিষয়ে সম্প্রতি মুখ খুলেছেন মা ঐশ্বর্য্য। সামনেই মুক্তি পাচ্ছে ঐশ্বর্য্যর নতুন ছবি, 'পোন্নিয়ান সেলভান ২' (Ponniyin Selvan: II)। প্রচারের সময়, পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে ঐশ্বর্য্য বলেন, 'আমি সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানাই যে তাঁদেরই একজন স্বীকার করেছেন, ভিত্তিহীন খবর মানুষকে মানসিকভাবে ভীষণ আঘাত করে। আশা করি এটা চিরস্থায়ী হবে। শুধু তাই নয়, ভবিষ্যতেও যে মানুষ এই ধরণের কাজ করবেন না বা এই ধরনের কাজে উৎসাহ দেবেন না, সেই আশা আমার রয়েছে।'

২০২১ সালে তাঁর বাবা, অভিষেক বচ্চন মেয়েকে নিয়ে হওয়া একাধিক ট্রোলের বিরুদ্ধে মুখ খোলেন। ক্ষোভ প্রকাশ করে অভিনেতা বলেন, 'এটি সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য এবং এমন কিছু যা আমি সহ্য করব না। আমি একজন পাবলিক ফিগার, সেটা ঠিক আছে, কিন্তু এসব থেকে আমার মেয়েকে দূরে রাখতে হবে। যদি কারও কিছু বলার থাকে তাহলে এসে আমার মুখের ওপর বলে যান।'

আরও পড়ুন: Shah Rukh Khan: সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলতে হবে 'জওয়ান'-এর ফাঁস হয়ে যাওয়া সমস্ত ক্লিপিংস, নির্দেশ আদালতের

 

Continues below advertisement
Sponsored Links by Taboola