রোমানিয়ায় অমিতাভ বচ্চন বিরাট স্টার, জানালেন ইউলিয়া ভান্তুর
ABP Ananda, Web Desk | 06 Dec 2016 10:10 AM (IST)
মুম্বই: রোমানিয়ার মডেল-অভিনেত্রী ও সলমন খানের বান্ধবী ইউলিয়া ভান্তুর জানিয়েছেন, তাঁর দেশেও অমিতাভ বচ্চনের যথেষ্ট আবেদন রয়েছে। তিনি নিজে বিগ বি-র ভক্ত। হিমেশ রেশমিয়ার অ্যালবাম আপ সে মৌশিকি-র একটি গান গেয়েছেন ইউলিয়া। অ্যালবাম উদ্বোধন উপলক্ষ্যে বিশেষ অতিথি হিসেবে আসেন অমিতাভ। তখন ইউলিয়া বলেন, রোমানিয়া শুধু দু'জন তারকাকেই চানে, অমিতাভ সেই দু'জনের অন্যতম। প্রত্যেকে তাঁকে চেনে, আমি তো বটেই। তাঁর সঙ্গে এক মঞ্চে দাঁড়াতে পারা বিরাট সৌভাগ্য। অমিতাভের সঙ্গে কাজের সুযোগ পেলে করবেন কিনা জানতে চাওয়া হলে তাঁর সোজাসাপটা জবাব, কেউ সে সুযোগ ছাড়তে চাইবেন না। জবাবে বিগ বি-র প্রতিক্রিয়া, তাহলে তো তাঁকে ঠাকুর্দার রোল করতে হবে। সলমন বান্ধবীর গানের প্রশংসা করে তিনি বলেন, ইউলিয়া এত সুন্দরী, কে ওঁর সঙ্গে কাজ করতে চাইবে না! ওঁর গানের গলাও রীতিমত ভাল।