নয়াদিল্লি: ক্রিকেট এ দেশে শুধু খেলাই নয়, আবেগের অপর নাম। ভারতীয় দল ম্যাচ জিতলে সবাই যেমন আনন্দে আত্মহারা হয়ে ওঠে। তেমনই বিরাট, রাহুলরা যখন ম্যাচ হারে তখন হতাশা গ্রাস করে সবাইকে। শুধুমাত্র খেলার জগতের মানুষই নন, ভারতে ক্রিকেটের উন্মাদনায় মাতোয়ারা হন বিভিন্ন ক্ষেত্রের নামী দামি ব্যক্তিত্বরাও। ১৩০ কোটির এই  বিশাল জনসংখ্যার দেশকে যেন এক ও অভিন্ন করে দেয় ক্রিকেট। যেমনটা সেঞ্চুরিয়নে ভারতীয় ক্রিকেট দলের ঐতিহাসিক জয়ের পর হয়েছে।


গতকাল এমনই একটি বিশেষ দিন ছিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে জয়। এশিয়ার একমাত্র দল হিসেবে প্রোটিয়াদের বিরুদ্ধে তাঁদেরই দেশে গিয়ে সেঞ্চুরিয়নে জয় হাসিল করে নিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। 


এই জয় আমাদের সকলের জীবনে আনন্দ নিয়ে এসেছে এবং সোশ্যাল মিডিয়ায় টিমের প্রতি ভালবাসা শুভেচ্ছা ভরে গেছে। এমনকী বলি তারকা অনিল কপূর (Anil Kapoor) এবং অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) অভিনন্দন বার্তা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। 


অমিতাভ বচ্চন এদিন ট্যুইটারে পোস্ট করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি লেখেন, 'কাম অন ইন্ডিয়া... টেস্টে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছ... আমি খুব গর্বিত... ভারত আর উদীয়মান নয়... এটা তরুণ উদীত ইন্ডিয়া।' 


 






অপরদিকে অনিল কপূর তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি দারুণ পোস্ট করেছেন। 'টিম ইন্ডিয়ার অসাধারণ জয়। গোটা টিম এবং অধিনায়ক বিরাট কোহলিকে (Virat Kohli) অভিনন্দন!'




আরও পড়ুন: Anushka Sharma Update: সেঞ্চুরিয়নে জয়ের পরই বিরাটের ছবি শেয়ার করে কী লিখলেন অনুষ্কা?


এর আগে গতকাল, অধিনায়ক বিরাট কোহলিও তাঁর দলের ছবি পোস্ট করেন এবং গর্বিত ক্যাপশনে লেখেন, 'ট্যুর শুরু করার দুর্দান্ত উপায়।'