কলকাতা: বর্তমানে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)-কে 'বলিউডের শাহেনশাহ' বলা হয়। সাফল্যের প্রায় শীর্ষে থাকা এই অভিনেতাকে মান্যতা দেন, ঈশ্বর বলে মনে করেন অনুরাগীরা। তবে এতটাই কী সহজ ছিল সাফল্য পাওয়া? একটা সময়ে অমিতাভ বচ্চনকে যথেষ্ট কষ্ট করতে হয়েছে বলিউডে নিজের জায়গা তৈরি করার জন্য। একের পর এক ছবি, সারাদিন শ্যুটিং, কার্যত বাড়িতে থাকার সময়ই পেতেন না তিনি। অথচ, সেই সময়ে অমিতাভ ছিলেন সংসারী। বাড়িতে জয়া বচ্চন আর ২ সন্তান। কীভাবে সময় কাটত তাঁদের? সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে, অমিতাভ বচ্চনের কেরিয়ারের কঠিন সময়ের কথা তুলে ধরেছেন জয়া বচ্চন। পাশাপাশি তুলে ধরেছেন, সেই সময়ে যে বাড়িতে অমিতাভ জয়া থাকতেন, সেই বাড়ির পরিস্থিতি ও!
সেই সময়ে অমিতাভ বচ্চন একের পর এক সিনেমায় অভিনয় করছেন। বাড়িতে থাকার কার্যত সময়ই পেতেন না। সেই সময়ে অমিতাভ বচ্চন নিজের বাড়ি তৈরি করেছিলেন বটে, কিন্তু সেই বাড়িতে থাকার কার্যত সময়ই পেতেন না তিনি। একটি সাক্ষাৎকারে জয়া বচ্চন বলেছেন, সেই সময়ে তাঁরা যে বাড়িতে থাকতেন সেখানে ঠিকভাবে জানলা আর পর্দাও ছিল না। বাড়িটা ঠিকভাবে তৈরি পর্যন্ত হয়নি। সেই বাড়িতেই এক পুত্র আর এক কন্যাসন্তানকে নিয়ে থাকতেন জয়া। সেই সময়ে, ধীরে ধীরে পর্দা থেকে নিজের দূরত্ব বাড়াচ্ছিলেন অমিতাভ পত্নী। তবে তাঁরা নিজেদের মতো করে ভাল ছিলেন। জয়া বচ্চন তাঁর সাক্ষাৎকারে বলেছেন, অমিতাভ কখনও কাজ বাড়ি নিয়ে আসতেন না। কাজ বাইরে মিটিয়ে তিনি বাড়িতে ফিরতেন। আর তিনি কী কী সিনেমা করছেন, কটা ছবিতে সাক্ষর করলেন, এইসব কোনও প্রশ্নই করতেন না জয়া বচ্চন। তিনি বিশ্বাস করতেন, বাড়ির সময়টা শুধু বাড়ির মানুষদের জন্যই। সেখানে কাজের আলোচনা যত কম হয়, ততই ভাল।
অমিতাভ বচ্চনের মুম্বইতে তৈরি প্রথম বাড়ির নাম ছিল, 'প্রতীক্ষা'। এই নামটি রেখেছিলেন, হরিবংশরাই বচ্চন। অমিতাভ বচ্চন একবার 'কৌন বনেগা ক্রোড়পতি'-তে এই বাড়ির নাম রাখার গল্পটি বলেছিলেন। তিনি জানিয়েছিলেন যে, তাঁর বাবা এই নামটি তাঁর কবিতার একটি পংক্তি 'সবাইকে স্বাগত, কিন্তু বিশেষ কারও জন্য অপেক্ষা নয়' এর উপর ভিত্তি করে রেখেছিলেন। যার অর্থ হল, প্রত্যেকের স্বাগত, কিন্তু কারো জন্য অপেক্ষা করবেন না। সেই বাড়িতেই জীবনের অনেকটা সময় কাটিয়েছেন অমিতাভ আর জয়া।