কলকাতা: সোমবার ছিল ভারতের গর্বের দিন, উদযাপনের দিন। দেশের মুকুটে জুড়েছিল অস্কারের জোড়া পালক। প্রথমত, 'আর আর আর' (RRR) ছবির হাত ধরে ফের বিশ্বের দরবারে গর্বিত হল ভারত (Proud India)। 'গোল্ডেন গ্লোব' (Golden Globe Awards) পাওয়ার পর এবার '৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস'-এর (95th Academy Awards) মঞ্চে 'বেস্ট অরিজিন্যাল সং' (Best Original Song) বিভাগে সেরার শিরোপা পেল 'নাটু নাটু' (Naatu Naatu)। দ্বিতীয়ত,সেরা ডক্যুমেন্টরি শর্ট ফিল্ম (Best Documentary Short Film) বিভাগে সেরার শিরোপা জিতল তামিল ছবি 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' (The Elephant Whisperers)। 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'-এর পরিচালক কার্তিকি গঞ্জালভেস (Kartiki Gonsalves)। ডক্যুমেন্টরি শর্ট ফিল্মটির প্রযোজনা করেছেন গুণীত মোঙ্গা (Guneet Monga)। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে গরবের আলোয় ভারতের 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'। 


আর এরপরই শুরু হয় প্রশংসার বন্য়া। এবার কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন ট্য়ুইট করে শুভেচ্ছা জানালেন এই দুই ছবিকে। কী লিখছেন তিনি?


 



নিজের ব্লগে নিয়ে অমিতাভ বচ্চন লিখেছেন, "আমরা জিতেছি, দীর্ঘদিন ধরে অপেক্ষা করার পর এই স্বীকৃতি পেয়েছি আমরা। এই পুরস্কার আমাদের প্রাপ্য"


এই দুই ছবিকে শুভেচ্ছা জানাতে ভোলেনি বাংলার সেলিব্রিটিরাও।


আরও পড়ুন...


এই অস্কারজয় সত্য়িই অনুপ্রেরণামূলক, শুভেচ্ছা জানিয়ে বললেন কিং খান


জোড়া অস্কার জয় নিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) বলছেন, 'দীর্ঘদিন পরে জোড়া অস্কার এল ভারতে। এটা উৎসব করার সময়, উদযাপনের সময়। এর আগেও অস্কার এসেছে ভারতে। ভারতীয় সিনেমার জন্য আজকের দিনটা ভীষণ গুরুত্বপূর্ণ। যাঁরা অস্কার জিতলেন, তাঁদের আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা।'ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) বলছেন, 'আমি ভীষণভাবে গর্বিত আর আনন্দিত। যে সম্মানকে সর্বোচ্চ হিসেবে ভাবা হয়, সেই সম্মান পেয়েছে ভারতীয় ছবি আর স্বল্পদৈর্ঘ্যের ছবি। এই ফিল্ম ইন্ডাস্ট্রির আমরা যাঁরা সহযোদ্ধা, তাঁদের কাছে এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে? বিশেষ করে বলব, এক অনাথ হস্তিশাবক রঘুকে নিয়ে কার্তিকি গনসালভেস পরিচালিত ছবি ‘দ্য এলিফেন্ট হুইস্পারার্স’-এর অস্কারজয়। এটা একটা নজির হয়ে রইল। ওকে আমার অনেক শুভেচ্ছা, ভালবাসা। এই ধরণের কাজ যে অস্কারের মঞ্চে সমাদৃত হল এটাই দারুণ ব্যাপার। নাটু নাটুর (Natu Natu) পুরস্কার জয়ও আমাদের কাছে সম্মানের। ভারতীয় ছবির মান বৃদ্ধি করার জন্য ধন্যবাদ।'