কলকাতা: মদ্যপ অবস্থায় সঙ্গীর সঙ্গে বচসা, খুন হলেন অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সহ অভিনেতা প্রিয়াংশু ছেত্রী (Priyangshu Chetri)। জানা যাচ্ছে, অভিনেতার বয়স মাত্র ২১ বছর। একটা সময়ে, অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করে শিরোনামে এসেছিলেন তিনি। কিন্তু মাত্র ২১ বছর বয়সেই অভিনেতার করুণ পরিণতি। জানা যাচ্ছে, বন্ধুর হাতেই নাকি খুন হতে হয়েছে অভিনেতা প্রিয়াংশু ছেত্রীকে। বলিউডে, বাবু রবি সিংহ নামেও পরিচিত ছিলেন প্রিয়াংশু।
বুধবার ঘটনাটি ঘটেছে নাগপুরে। জানা যাচ্ছে, মদ্যপ অবস্থায় প্রিয়াংশুর তাঁর বন্ধুর সঙ্গে বচসা শুরু হয়। সেই বচসা গড়ায় হাতাহাতিতে। এবং সেই হাতাহাতির পরেই ২১ বছরের তরুণের ভয়ঙ্কর পরিণতি। ২০২২ সালে হিন্দি ছবি ‘ঝুন্ড’ (Jhund)-এ অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করেছিলেন প্রিয়াংশু। সেই ছবিতে তাঁর নাম ছিল বাবু ছেত্রী। তারপর থেকেই তিনি বাবু রবি সিংহ নামেও পরিচিত হয়ে ওঠেন। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা যাচ্ছে, অভিযুক্ত বন্ধুর নাম, ধ্রুব লাল বাহাদুর সাহু। তাঁর বয়স ও ২০ বছর মাত্র! অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।
জানা যাচ্ছে, প্রিয়াংশু আর ধ্রুব লাল বাহাদুর সাহু দুজনেই খুব ভাল বন্ধু ছিলেন। মঙ্গলবার মধ্যরাতে নাগপুরের জরিপাকতায় একটি পরিত্যক্ত বাড়িতে বসে মদ্যপান করছিলেন প্রিয়াংশু। সঙ্গে ছিলেন, তাঁর বন্ধু ধ্রুব লাল বাহাদুর সাহু। সেখানেই নাকি দুই পক্ষের মধ্যে বচসা বাঁধে। প্রথমে নাকি প্রিয়াংশুই বেশ কয়েকবার হুমকি দিয়েছিলেন। কিন্তু এরপরে প্রিয়াংশুকে তার দিয়ে বেঁধে, ধারাল অস্ত্র দিয়ে হামলা চালান ধ্রুব লাল বাহাদুর সাহু। বুধবার অর্ধনগ্ন অবস্থায় প্রিয়াংশুকে উদ্ধার করেন স্থানীয়েরাই। তবে তখনও জীবিত ছিলেন তিনি। তবে তাঁর গোটা শরীরে নাকি প্লাস্টিক জড়ানো ছিল।
মনে করা হচ্ছে, প্রিয়াংশুকে মৃত বলে মনে করে, তাঁকে আহত অবস্থাতেই ফেলে রেখে পালান ধ্রুব লাল বাহাদুর সাহু। স্থানীয়রা প্রিয়াংশুকে উদ্ধার করেন স্থানীয়রা। পরিত্যক্ত বাড়ির মধ্যে প্রিয়াংশুকে অর্ধনগ্ন অবস্থায় দেখতে পেয়ে, স্থানীয়রাই পুলিশে খবর দেন। পুলিশ এসে প্রিয়াংশুকে উদ্ধার করে ও হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, প্রিয়াংশু এবং ধ্রুব লাল বাহাদুর সাহু খুব ভাল বন্ধু ছিলেন ছিলেন এবং প্রায়শই একসঙ্গে মদ্যপান করতেন। মঙ্গলবার মধ্যরাতের পর সাহু এবং প্রিয়াংশু সাহুর মোটরসাইকেলে করে জারিপটকা এলাকার একটি ফাঁকা বাড়িতে মদ্যপান করতে গিয়েছিলেন, আর সেখানেই ঘটে যায় এই ভয়াবহ ঘটনা।