নয়াদিল্লি: শ্যুটিং চলাকালীন পাঁজরে চোট পেলেন অমিতাভ বচ্চন। হায়দরাবাদে শ্যুটিং চলাকালীন আহত অমিতাভ বচ্চন। প্রোজেক্ট K সিনেমার শ্য়ুটিং চলাকালীন আহত বিগ বি। ডানদিকের পাঁজরে চোট লেগেছে অমিতাভ বচ্চনের।
আহত অমিতাভ বচ্চন
কাজ চলছে প্রোজেক্ট K সিনেমাটির। সেই ছবিরই শ্য়ুটিং চলাকালীন আহত হলেন বিগ বি। ডানদিকের পাঁজরে চোট লেগেছে অমিতাভ বচ্চনের। পাঁজরের কার্টিলেজ ভেঙেছে তাঁর। ফলে শ্যুটিং বাতিল করে মুম্বইয়ে ফিরছেন অমিতাভ বচ্চন। তার আগে চিকিৎসককে দেখিয়ে সিটি স্ক্যান করিয়েছেন অমিতাভ। ব্লগে নিজেই একথা জানিয়েছেন অমিতাভ বচ্চন।
'প্রোজেক্ট কে' ছবির জন্য একটি অ্যাকশন দৃশ্যের শ্যুট করতে গিয়েই আহত হন বিগ বি। নিজের ব্লগেই আপডেট দিয়েছেন তিনি। আপাতত তিনি মুম্বইয়ের বাড়িতে বিশ্রামে আছেন। পাঁজরের পেশিতে চিড় ধরেছে। অভিনেতা জানিয়েছেন যে শ্যুটিং বাতিল করে দিতে হয়েছে কারণ চোট সারিয়ে উঠতে তাঁর কয়েক সপ্তাহ সময় লাগবে বলে জানা গেছে। হায়দরাবাদের এআইজি হাসপাতালে সিটি স্ক্যান করিয়েছেন বিগ বি। চিকিৎসকেরা তাঁকে আপাতত সম্পূর্ণ বিশ্রাম নিতে বলেছেন। ব্লগে অমিতাভ বচ্চন লিখেছেন, 'হ্যাঁ যন্ত্রণা হচ্ছে... নড়াচড়া করলে বা শ্বাসপ্রশ্বাস নিলে... স্বাভাবিক হতে কয়েক সপ্তাহ লাগতে পারে... ব্যথার জন্য ওষুধপত্র চলছে।'
প্রসঙ্গত মহা শিবরাত্রির (Maha Shivratri) দিনে 'প্রোজেক্ট K' ছবির পোস্টার আসে প্রকাশ্যে। ঘোষণা করা হয় 'প্রজেক্ট কে' (Project K) ছবির মুক্তির তারিখও (Release Date)। ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও প্রভাসকে (Prabhas)। শিবরাত্রির দিন প্রভাস নিজের সোশ্যাল মিডিয়ায় ছবির নতুন পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখেন, 'তারিখটা হল ১২-১-২৪। প্রজেক্ট কে। মহা শিবরাত্রির শুভেচ্ছা।' ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শও ছবির নতুন পোস্টার শেয়ার করে লেখেন, 'অমিতাভ - প্রভাস - দীপিকা: প্রজেক্ট কে মুক্তির তারিখ নিশ্চিত...'। আগামী বছরের ১২ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি। নাগ অশ্বিন পরিচালিত এই ছবির প্রযোজক 'বৈজয়ন্তী মুভিজ'।
পোস্টারটিও বেশ অন্য ধরনের। যুদ্ধক্ষেত্র বা ডক ধরনের একটি প্রেক্ষাপটে একটা বিশাল হাত পড়ে রয়েছে যার একটা আঙুল বিশেষ দিকে নিশানা করছে। চারিদিকে ভাঙা মেশিনও পড়ে রয়েছে। তার দিকে ক্যামেরার দিকে পিছন করে বন্দুক তাক করে আছে। নিচে লেখা, 'দ্য ওয়ার্ল্ড ইজ ওয়েটিং' অর্থাৎ পৃথিবী অপেক্ষা করছে। '