জানেন কেন জন্মদিন পালন করেননি অমিতাভ? মৃত্যুর আরও একদিন কাছে এগোলেন তিনি, তাই নিঃস্তব্ধতাই পছন্দ!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Oct 2017 05:44 PM (IST)
মলদ্বীপ: বুধবারই ৭৫-এ পা দিয়েছেন বলিউড ইন্ডাস্ট্রির শাহেনশা অমিতাভ বচ্চন। সোমবার তিনি টুইট করে জানিয়েছিলেন এবছর তিনি কোনও রকম জন্মদিন পালন করবেন না। তবে ভক্তরা সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানাতে ভোলেননি। সকলকে ধন্যবাদ জানিয়ে, নিজের ব্লগে এই বছর জন্মদিন পালনে তাঁর অনীহার কারণটা জানিয়েছেন বিগ বি। বিগ বি মনে করেন, ৭৫-এ পা দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি মৃত্যুর আরও একদিন কাছে এগোলেন। 'অ্যা ইয়ার ক্লোজার টু ফাইনাল ক্লোজার'। এবছর তিনি সকলের থেকে দূরে মলদ্বীপে পরিবারের একেবারে ঘনিষ্ঠ কয়েকজন সদস্যের সঙ্গে কাটিয়েছেন। এই লিঙ্কে ক্লিক করে পড়ুন ব্লগে তাঁর একান্ত যে অনুভূতির কথা লিখেছেন সিনিয়র বচ্চন সেই সম্পর্কে https://tmblr.co/ZwrX5v2Qu1nsy মলদ্বীপ থেকে সেলিব্রেশনের এই ছবিটি শেয়ার করে বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন জুনিয়র বচ্চন.... ছবিতে দেখা যাচ্ছে বিগ বি একান্তে দাঁড়িয়ে রয়েছেন সমুদ্র সৈকতে। সামনে জ্বলছে হ্যাপি বার্থ ডে লেখা আলো। তারপরই অমিতাভের এই ব্লগ। মহাতারকার মানসিক অবস্থান খুব ভাল ভাবেই বুঝে নেওয়া যায় এই ব্লগ থেকে। ব্লগের শুরুতে তিনি লেখেন, ৭৫ বছর পর জন্মদিন পালনের উন্মাদনা ফিকে হয়ে যায়, অনেক লোক, প্রচুর উপহার, ঝকমকে দামি পোশাক, অনেক আলো...এসব থেকে মন পালাতে চায়। কারণ, এত আয়োজন.... সবই সেই দিনটার জন্যে, 'অ্যা ইয়ার ক্লোজার টু ফাইনাল ক্লোজার'। আজ তাই জন্মদিনে তিনি আওয়াজ থেকে অনেক দূরে, শুধুমাত্র ঘনিষ্ঠ এবং নিকট মানুষদের মাঝে কথা বলে, পড়েই সময় কাটিয়েছেন। তবে এই সবকিছুর মাঝে তাঁকে একটা অজানা ভয় গ্রাস করেছে, সেটা হল নিজেকে হারিয়ে ফেলার ভয়, মৃত্যুভয়।