যোধপুর: সারা রাত শ্যুটিং করে গতকাল অসুস্থ হয়ে পড়েছিলেন অমিতাভ বচ্চন। এখন তিনি পুরোপুরি সুস্থ। ফলে বসে না থেকে যোধপুরের মেহরানগড় দুর্গে ফের তিনি শুরু করেছেন ঠগস অফ হিন্দোস্তানের শ্যুটিং।

বিগ বি অসুস্থ হয়ে পড়ায় মুম্বই থেকে চিকিৎসকদের একটি দল যোধপুরে এসে তাঁর চিকিৎসা করে। চিকিৎসকরা জানিয়ে দেন, অমিতাভ সেরে উঠেছেন, ঠগস-এর অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে পারবেন তিনি। এরপর গতকালই শ্যুটিংয়ে যোগ দেন অমিতাভ।

এরপর টুইট করে বিগ বি নিজের শরীরের কথা জানান তাঁর লাখো শুভানুধ্যায়ীকে। বলেন, যন্ত্রণা বাড়ায় চিকিৎসকদের ডাকতে হয়, শুশ্রুষা সম্পূর্ণ, আমি পুরোপুরি ঠিক আছি। অসুস্থতার মধ্যে জানতে পেরেছি প্রকৃত বন্ধু কারা।

[embed]https://twitter.com/SrBachchan/status/973682446515412993[/embed]

তাঁর স্ত্রী জয়া বচ্চনও সংসদে বলেছেন, ঠগস অফ হিন্দোস্তানের সাজপোশাক অত্যন্ত ভারী, তাই অমিতাভের পিঠে আর ঘাড়ে যন্ত্রণা হচ্ছিল। এখন ঠিক আছেন তিনি।

ফটোগ্রাফার ভিরাল ভায়ানি শ্যুটিংয়ে ফেরা অমিতাভের ছবি পোস্ট করেছেন।

[embed]https://www.instagram.com/p/BgRlawpHiuT/[/embed]