নয়াদিল্লি: স্ত্রী হাসিন জাহানের অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারতীয় দলের ফাস্ট বোলার মহম্মদ শামির সামনে মুশকিল আরও বাড়ছে। সামির বিরুদ্ধে হাসিনের 'ম্যাচ-ফিক্সিং'য়ের অভিযোগের বিষয়টিকে বিবেচনায় নিয়ে আসছে।
কয়েকদিন আহে মহম্মদ সামির বিরুদ্ধে হাসিন জাহানের অভিযোগ করেন যে, দুবাইয়ে এক পাকিস্তানি মহিলার কাছ থেকে টাকা নিয়েছিলেন। সাংবাদিক বৈঠকে সামির সঙ্গে তাঁর কথোপকথনের একটি ক্লিপ প্রকাশ করেন হাসিন। সেই অডিও টেপে হাসিনকে একটি 'পাকিস্তানি মেয়ে আলিশবা'র সঙ্গে তাঁর কী সম্পর্ক রয়েছে, সেই প্রশ্ন করতে শোনা গিয়েছে হাসিনকে।
হাসিন অভিযোগ করেন যে, একজন মহম্মদ ভাইয়ের মদতে দুবাইয়ে থাকার সময় সামি ওই মহিলার কাছ থেকে টাকা নিয়েছেন।
সেই অভিযোগ কী ম্যাচ ফিক্সিংয়ের দিকে ইঙ্গিত করছে ? তাই নিয়ে জল্পনা চলছিল ক্রিকেট মহলে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, এব্যাপারে এবার তদন্তে নামল বিসিসিআই। জানা গেছে, সুপ্রিম কোর্ট নিযুক্ত বোর্ডের প্রশাসনিক কমিটির প্রধান বিনোদ রাই এবার বিসিসিআইয়ের দুর্নীতি-দমন শাখাকে চিঠি দিযে এ ব্যাপারে তদন্ত করে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছেন । বোর্ডের প্রশাসন এই নির্দেশ দেওয়ায় রীতিমতো তোলপাড় ক্রিকেট মহল।
জানা গেছে, চিঠিতে রাই লিখেছেন যে, পুরো অডিও ক্লিপের প্রশাসক কমিটি মহম্মদ ভাই নামে এক ব্যক্তির 'আলিশবা' নামে 'পাক মহিলা'র হাত দিয়ে সামিকে টাকা পাঠানোর অংশটি নিয়েই চিন্তিত। রাই দুর্নীতি দমন শাখাকে 'আলিশবা' ও 'মহম্মদ ভাই'য়ের পরিচয় এবং তাদের কাছ থেকে সামি টাকা নিয়েছিলেন কিনা, সেই বিষয়ে তদন্ত করতে বলছে।
উল্লেখ্য, হাসিনের অভিযোগের পরিপ্রেক্ষিতে বোর্ড সামির বার্ষিক চুক্তি স্থগিত রেখেছে। এরপর বোর্ডের তদন্তের নির্দেশ সামির পক্ষে একটা ধাক্কা বলেই মনে করা হচ্ছে।
সামির বিরুদ্ধে হাসিনের 'ম্যাচ-ফিক্সিং'য়ের অভিযোগ নিয়ে তদন্তের নির্দেশ বোর্ডের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Mar 2018 01:56 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -