কলকাতা: শ্যুটিং করতে গিয়ে আগেও চোট পেয়েছেন। সম্প্রতি, হায়দরাবাদে (Hyderabad) শ্যুটিং চলাকালীন পাঁজরে চোট পেয়েছিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। তাতে ভক্তদের কপালে চিন্তার ভাঁজ দেখা যায়। সমাজমাধ্যমে তাঁর দ্রুত আরোগ্য কামনা করে একের পর এক পোস্ট করেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাঁর অগণিত ভক্ত। একটু সুস্থ হতেই তাঁদের কৃতজ্ঞতা জানাতে ভোলেন নি বিগ বি। পাশাপাশি ব্লগ পোস্ট করে তিনি জানিয়েছিল, বুক বাঁধা অবস্থায় বিশ্রাম নিচ্ছেন তিনি। সম্পূর্ণ সুস্থ হওয়ার পর আবার কাজ শুরু করে দেবেন।


বৃহস্পতিবার রাতে অমিতাভ বচ্চন তার ব্যক্তিগত ব্লগে তাঁর চোটের সর্বশেষ আপডেট দিয়েছেন। এই ব্লগে বিগ বি লিখেছেন- 'যদি আপনার শরীরে কোনো সমস্যা বা সমস্যা থাকে, তবে তা সত্ত্বেও পুরোপুরি সুস্থ হওয়ার ইচ্ছা আপনার মনে থাকা উচিত। এর পাশাপাশি তা ঠিক করার প্রচেষ্টাও অব্যাহত রাখতে হবে। পরিবারের শুভাকাঙ্ক্ষীদের যত্ন এবং ভালবাসা দিয়ে এটি করা সহজ করা যেতে পারে। সেই সঙ্গে সময় কাটানোর জন্য কাজের চেয়ে ভালো উপায় আর নেই। হ্যাঁ পাঁজরে ও পায়ের আঙুলে চোট আছে।  এই ব্য়থার কীভাবে দ্রুত কমবে তারই চেষ্টা চালিয়ে যাচ্ছি।' এভাবেই ভক্তদের কাছে নিজের স্বাস্থ্যের আপডেটের তথ্য দিয়েছেন অমিতাভ বচ্চন।


আরও পড়ুন...


Surinder Films Acquires Addatimes: হাতের মুঠোয় কাবেরী অন্তর্ধান, মিতিন মাসিরা, মালিকানা বদলে সুরিন্দর ফিল্মের হাতে 'আড্ডা টাইমস'


প্রসঙ্গত, আগের ব্লগে তিনি লিখেছিলেন, "যাঁরা আমি চোট পাওয়ার পর উদ্বেগ-প্রকাশ করেছিলেন, প্রথমেই তাঁদের কৃতজ্ঞতা ও ভালবাসা জানাই। আপনারা আমার শারীরিক অবস্থা নিয়ে যে এত খোঁজ রেখেছেন, তাতে আমি অভিভূত। ধীরে ধীরে আমার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। সময় লাগবে। চিকিৎসকরা বিশ্রাম ও বুক বেঁধে রাখার পরামর্শ দিয়েছেন। সেই অনুযায়ী চলছি। সমস্ত কাজ থমকে আছে। অবস্থার উন্নতি হলে আবার কাজ শুরু করে দেব। কিন্তু, আপনাদের জন্য প্রচুর কৃতজ্ঞতা রইল।"


এর পাশাপাশি কীভাবে পরিবারের সঙ্গে তিনি হোলিকা দহন পালন করেছেন, তা শেয়ার করেছিলেন অভিনেতা। তিনি লিখেছিলেন, "হোলির তারিখ নিয়ে বিভ্রান্তির মধ্যেই, জলসায় হোলিকা দহন হয়েছে। আমি বিশ্রাম নিচ্ছে এবং সেরে উঠছি। কিন্তু আনন্দের এই উৎসবে আপনাদের জন্য শুভেচ্ছা রইল। হোলির রং আপনাদের জীবনেও বহু রং আনুক।"