কলকাতা: তাঁর একঝলক পাওয়ার জন্য় অনুরাগীরা অপেক্ষা করে থাকে বছরের পর বছর। দেশের গন্ডি ছাড়িয়ে গোটা বিশ্বে তাঁর জনপ্রিয়তা হার মানাবে যে কোনও সেলিব্রিটিকে। কথা বলছি মেগাস্টার অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan)। সম্প্রতি আবারও তিনি উঠে এলেন খবরের শিরোনামে।
দীর্ঘ ৩৫ বছর ধরে জলসার বাইরে খালি পায়ে ভক্তদের সঙ্গে দেখা করে আসছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। কারণ এটি তাঁর কাছে আধ্য়াত্মিক অভিজ্ঞতা। তবে বিশেষ কারণে রবিবার এই রীতির পরিবর্তন ঘটালেন তিনি নিজেই। কেন? কারণ জানালেন বিগ বি (Amitabh Bachchan) নিজেই।
নিজের ব্লগে অমিতাভ (Amitabh Bachchan) জানালেন, পায়ে ফোস্কা পড়ার কারণে তাঁকে (Amitabh Bachchan)বাধ্য় হয়ে জুতো পরে বাড়ির বাইরে আসতে হয়েছিল। সতর্কতা অবলম্বন করার জন্য়ই তাঁকে (Amitabh Bachchan)এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
আরও পড়ুন...
Nuts Good For Hair: চুলের বৃদ্ধিতে সাহায্য করে কোন কোন বাদাম? কীভাবেই বা করে উপকার?
প্রসঙ্গত, কিছুদিন আগেই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির তারকা জুটি (Star couple of bollywood) অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন (Amitabh Bachchan and Jaya Bachchan) তাঁদের বিয়ের অর্ধশতক পার (50 Years) করেছেন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বাবা-মায়ের একটি সাদাকালো ছবি পোস্ট করে তাঁদের শুভেচ্ছা জানিয়েছিলেন মেয়ে শ্বেতা বচ্চন (Shweta Bachchan)। ক্যাপশনে লিখেছিলেন, 'শুভ ৫০। এখন তোমার 'সোনালী'। এতদিনের দীর্ঘ বিয়ের রহস্যের কী জিজ্ঞেস করায় একবার আমার মা উত্তর দিয়েছিলেন - ভালবাসা, এবং মনে হয় আমার বাবা বলেছিলেন - স্ত্রী সর্বদা সঠিক কথা বলেন। এটাই দীর্ঘ এবং ক্ষুদ্র ব্যাপার।'
অন্যদিকে দাদু দিদাকে বিশেষ দিনের শুভেচ্ছা জানান শ্বেতা বচ্চনের কন্যা নব্যা নন্দাও। 'কভী খুশি কভী গম' ছবির একটি স্টিল পোস্ট করে তিনি লেখেন, '৫০ বছর'।
প্রসঙ্গত, জয়া বচ্চন ও অমিতাভ বচ্চনের প্রথম সন্তান শ্বেতা বচ্চনের জন্ম হয় ১৯৭৪ সালে। দ্বিতীয় সন্তান, অভিনেতা অভিষেক বচ্চনের জন্ম হয় ১৯৭৬ সালে। শ্বেতা বচ্চন ও নিখিল নন্দার বিয়ে হয় যিনি পেশায় শিল্পপতি। নব্যা ও অগস্ত্যা তাঁদের দুই সন্তান। অভিষেক বচ্চন বিয়ে করেন অভিনেত্রী ঐশ্বর্য রাইকে এবং তাঁদের এক কন্যা, আরাধ্যা বচ্চন।
অন্য়দিকে, হেলমেট ছাড়া অচেনা ব্য়ক্তির বাইকে উঠে গন্তব্য়ে পৌঁছনো নিয়ে কয়েকদিন আগেই বিতর্কের সম্মুখীন হতে হয়েছিল বিগ বি'কে।