মুম্বই: বলিউড ইন্টাস্ট্রিতে অমরীশ পুরি (Amrish Puri) নামটাই যথেষ্ট। তাঁর বিবরণ বা তাঁর নামের সঙ্গে কোনও ব্যাখ্যার প্রয়োজন নেই। জনপ্রিয়তা তাঁর এতটাই। দীর্ঘ বহু বছর বলিউডে কাজ করেছেন অমরীশ পুরি। এখন এই ইন্ডাস্ট্রিতেই কাজ করছেন তাঁর পৌত্র বর্ধন পুরি (Vardhan Puri)। বলিউড প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি।
বলিউডে কাজ পাওয়া প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য অমরীশ পুরির পৌত্রের-
২০১৯ সালে 'ইয়ে শালি জিন্দেগি' ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ হয় অমরীশ পুরির নাতি বর্ধন পুরির। শুধু ক্যামেরার সামনেই নয়, তিনি কাজ করেছেন ক্যামেরার পিছনেও। বেশ কিছু ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া প্রসঙ্গে বললেন নানা কথা। বর্ধন পুরি বলেন, 'বলিউড ইন্ডাস্ট্রিতে এমন কিছু মানুষ রয়েছে, যারা সরাসরি যৌনতার প্রস্তাব দেয়। তারা বলে, 'তুমি আমাকে এটা দাও, আমি তোমাকে ওটা দেব'। আবার কেউ কেউ বলে, 'তুমি আমাকে ওটা দাও, আমি তোমাকে এক্স-ওয়াই-জেড'-এর সঙ্গে দেখা করিয়ে দেব। তিনি তোমার জন্য ছবি লিখছেন। পরবর্তীকালে গিয়ে দেখা যায়, ওই নামে কোনও পরিচালকই নেই। কেউ ওই ব্যক্তিকে চেনে না বা সেই ব্যক্তি ইন্ডাস্ট্রির কেউ নয়।'
" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">
আরও পড়ুন - Shah Rukh Khan: অ্যাকশন হিরো হতে এসেছিলেন কিং খান... কিন্তু...
পরবর্তী ছবির কথা বলতে গিয়ে বিবেক অগ্নিহোত্রীর 'নৌটঙ্কি' ছবির নাম জানান বর্ধন পুরি। যদিও 'দ্য কাশ্মীর ফাইলস' পরিচালক স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে, তিনি ওই ছবির সঙ্গে জড়িয়ে নেই। তিনি শুধু তাঁর অভিনেতা বন্ধু অনুপম খেরকে লকডাউনের সময়ে ছবি তৈরি করতে সাহায্য করেছেন। এই ছবির বর্তমান পরিস্থিতি সম্পর্কে বর্ধন জানাচ্ছেন যে, পরিকল্পনা অনুযায়ীই ছবির কাজ চলছে। এটা একটা পুরনো গল্প। এই প্রসঙ্গে তিনি আর বেশি কিছু জানাতে পারবেন না।
" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">
প্রসঙ্গত, 'নৌটঙ্কি' ছাড়াও আরও বেশ কিছু ছবিতে দেখা যেতে চলেছে অমরীশ পুরির পৌত্র বর্ধনকে।