মুম্বই: জানুয়ারি মাসের শুরুর দিকে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। সঙ্গে ছিল নিউমোনিয়ার সমস্যাও। চিকিৎসকরা শুরু থেকেই জানাচ্ছিলেন যে, বয়সের কারণেই তাঁর সেরে উঠতে সময় লাগবে। ছিলেন আইসিইউতে। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে বিশিষ্ট চিকিৎসকদের তত্বাবধানে ছিলেন লতা মঙ্গেশকর। মাঝে কিছুটা সেরে ওঠার লক্ষণ দেখা গেলেও শনিবার থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। দেওয়া হয় ভেন্টিলেশনে। কিন্তু শেষ রক্ষা হল না। অগণিত অনুরাগীদের মন ভারাক্রান্ত করে পরলোকগমন করলেন সুর সম্রাজ্ঞী।


লতা মঙ্গেশকরের প্রয়াণে সাধারণ মানুষ থেকে তারকারা নিজেদের মতো করে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করছেন। গতকাল মুম্বইয়ের শিবাজি পার্কে তাঁর শেষকৃত্যের আগে সেখানে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন বিভিন্ন মহলের বিশিষ্ট ব্যক্তিত্বরা। এছাড়াও সোশ্যাল মিডিয়া জুড়ে কিংবদন্তি গায়িকাকে নিয়ে স্মৃতিচারণা করে বিভিন্ন পোস্ট শেয়ার করছেন। দুগ্ধজাত দ্রব্যের সংস্থা আমুল  (Amul) এদিন নিজেদের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে ভারতরত্ন লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছে নিজস্ব কায়দায়।


আরও পড়ুন - Top Entertainment News Today: কংগ্রেসে রিমি সেন, সলমন খানের নতুন ছবির মুক্তির দিন ঘোষণা, এক নজরে বিনোদনের সেরা খবর


এদিন নিজেদের টুইটার হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছে আমুল। ছবিতে দেখা যাচ্ছে মাইকে গান গাইছেন লতা মঙ্গেশকর। তানপুরা বাজাচ্ছে তিনি। আবার একটি ফোটোফ্রেমে রয়েছে তাঁর ছোটবেলার ছবি। সেই ছবি পোস্ট করে আমূল লিখেছে, 'হম জাঁহা জাঁহা চলেঙ্গে, আপকে সায়া সাথ হোগা।' প্রসঙ্গত, গানটি লতা মঙ্গেশকরের অত্যন্ত জনপ্রিয় একটি গানের লাইন। ১৯৬৬ সালে মুক্তি পাওয়া কালজয়ী ছবি 'মেরা সায়া'র 'তু জাঁহা জাঁহা চলেগা মেরা সায়া সাথ হোগা'র।



রবিবার সকালে প্রয়াণের পর লতা মঙ্গেশকরের দেহ নিয়ে যাওয়া হয় তাঁর বাড়ি প্রভুকুঞ্জে। সেখান থেকে শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয় মুম্বইয়ের শিবাজি পার্কে। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে খেলার জগত, বিনোদন জগতের তারকারা উপস্থিত চিলেন লতা মঙ্গেশকরের শেষকৃত্যে। সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানান তাঁরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর।