বিয়ের পর ফের র্যাম্পে সোনাম কপূর, ব্যাক স্টেজে দোপাট্টা সামলাতে দেখা গেল স্বামী আনন্দ আহুজাকে
আনন্দ ও সোনামের এই জুটি অনুরাগীদের খুবই পছন্দের। সোনাম তাঁর ফ্যাশন স্টেটমেন্টের জন্য পরিচিত। (ছবি-মানব মঙ্গলানি)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিছুদিন আগে আনন্দের ফুটওয়্যার শোরুমের লঞ্চের সময় এ রকম একটি ঘটনা দেখা গিয়েছিল। (ছবি-মানব মঙ্গলানি)
স্বামী-স্ত্রীর এই সম্পর্কের অসাধারণ রসায়ণ এর আগেও সামনে এসেছে। (ছবি-মানব মঙ্গলানি)
দুরন্ত র্যা ম্পওয়ার্কের পর সোনাম যখন ব্যাকস্টেজে আসেন তখন আনন্দ আহুজাকে তাঁর দোপাট্টা হাতে ধরে নিয়ে থাকতে দেখা গেল। (ছবি-মানব মঙ্গলানি)
কিন্তু ওই ভারী পোশাক সামলানো তাঁর পক্ষে মুশকিলের কাজ হয়ে উঠছিল। (ছবি-মানব মঙ্গলানি)
ফ্যাশন শো-তে ভারী জুয়েলারি ও পোশাকে দারুণ সুন্দর মানিয়েছিল সোনামকে। (ছবি-মানব মঙ্গলানি)
আর সম্পর্কের রসায়ণের প্রতিফলন দেখা গেল ব্যাকস্টেজেও। (ছবি-মানব মঙ্গলানি)
সোনাম ও আনন্দ আহুজার সম্পর্কে রসায়ণ খুবই মধুর। (ছবি-মানব মঙ্গলানি)
বলিউড অভিনেত্রী সোনাম কপূরকে নয়াদিল্লিতে একটি জুয়েলারি ফ্যাশন শো-তে র্যা ম্পে হাঁটতে দেখা গেল। অনুষ্ঠানে সামিল হয়েছেন সোনামের স্বামী আনন্দ আহুজাও। (ছবি-মানব মঙ্গলানি)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -