Anant Ambani Radhika Merchant Marriage Live Updates: মালাবদল থেকে সাতপাক.. নতুন জীবন শুরু করলেন অনন্ত-রাধিকা

Ambani Marriage live updates: শুধু আজ নয়, গত কয়েকদিন ধরেই একের পর এক পুজো, বিভিন্ন নীতি-নিয়মের আয়োদন করা হয়েছে অ্যান্টিলিয়ায়। অবশেষে আজই সাত পাকে বাঁধা পড়বেন অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের। 

ABP Ananda Last Updated: 13 Jul 2024 12:35 AM

প্রেক্ষাপট

মুম্বই: সকাল থেকেই বাড়িতে অতিথি সমাগম.. সেজে উঠেছে বাড়ি! শুধু বাড়ি বললে, বা বিয়েবাড়ি বললে তো কম বলা হয়। ভারতের অন্যতম বিলাসবহুল বিবাহ-বাসর বসবে আজই। অনন্ত অম্বানি (Anant Ambani) ও...More

Anant Ambani-Radhika Marchant Wedding: অনুষ্ঠানে এলেও বচ্চন পরিবারের সঙ্গে এক ফ্রেমে ধরা দিলেন না ঐশ্বর্য্য-আরাধ্যা

অম্বানিদের বিয়েতে একসঙ্গে এলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শ্বেতা, নব্যা ও অভিষেক। তাঁদের সঙ্গে একফ্রেমে দেখা গেল না ঐশ্বর্য্য রাই বচ্চনকে। মেয়ে আরাধ্যাকে নিয়ে একাই এসেছিলেন ঐশ্বর্য্য। বচ্চন পরিবারের সঙ্গে এক ফ্রেমে দেখা গেল না তাঁদের। এতে যেন নতুন করে ফের একবার উস্কে দিল অভিষেক ঐশ্বর্য্যের বিচ্ছেদের জল্পনা।