মুম্বই: 'ভুল ভুলাইয়া টু' (Bhool Bhulaiyaa 2) মুক্তি পাবে আগামী ২০ মে। তার আগে ব্যাপক উত্তেজিত দর্শকেরা। গতকাল মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। পাশাপাশি গত কয়েকদিনে এই ছবির টিজার ও মোশন পোস্টার দেখে নেট নাগরিকদের উত্তেজনা বেড়ে গিয়েছে। হরর কমেডি 'ভুল ভুলাইয়া টু'তে যেভাবে ভয়ের আবহ তৈরি করা হয়েছে, তা দেখে গায়ে কাঁটা দিচ্ছে নেটিজেনদের। কমেন্ট বক্সে তাঁরা এমনই প্রতিক্রিয়া দিচ্ছেন। তার সঙ্গে ব্যাকগ্রাউন্ডে মঞ্জুলিকার 'আমি যে তোমার' গান সেই আবহকে আরও হাড়হিম করে তুলেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবির পরিচালক অনীশ বাজমি জানালেন যে কেন এই ছবিতে অক্ষয় কুমার (Akshay Kumar) নেই। যেখানে প্রথম ছবি 'ভুল ভুলাইয়া'তে মুখ্য চরিত্রে ছিলেন তিনি। এবং ছবিটি বক্স অফিসে সফলও হয়েছিল।


কেন 'ভুল ভুলাইয়া টু'তে নেই অক্ষয় কুমার-


গতকাল 'ভুল ভুলাইয়া টু' ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্তিক আরিয়ান, কিয়ারা আডবাণী, রাজপাল যাদব, পরিচালক অনীশ বাজমি। সেখানেই এই ছবিতে অক্ষয় কুমার না থাকার প্রসঙ্গে কথা বললেন ছবির পরিচালক। তাঁকে প্রশ্ন করা হয়, কেন 'ভুল ভুলাইয়া'র সিক্যুয়েলে তিনি অক্ষয় কুমার এবং বিদ্যা বালানকে রাখলেন না। তিনি বলেন, 'অক্ষয় অসাধারণ একজন অভিনেতা আর আমার খুব ভালো বন্ধুও। একইরকমভাবে বিদ্যাও খুব ভালো একজন অভিনেত্রী। আর প্রথম ছবিতে খুব ভালো অভিনয় করেছিল। কিন্তু এই ছবির স্ক্রিপ্ট যেমন, তাতে ওদের আমরা রাখতে পারিনি। আমরা অহেতুক দুই তারকাকে দেখাতে পারি না। ছবির গল্পই এমন।'


আরও পড়ুন - Bhool Bhulaiyaa 2 Trailer: মাত্র তিন মিনিটের ট্রেলারেই ভয় ধরাচ্ছে 'ভুল ভুলাইয়া টু', ছবি মুক্তি ২০ মে


কেন কার্তিক আরিয়ানকে মুখ্য চরিত্রে রাখলেন পরিচালক-


এক সাক্ষাৎকারে 'ভুল ভুলাইয়া টু' পরিচালক অনীশ বাজমিকে প্রশ্ন করা হয় যে কেন তিনি কার্তিক আরিয়ানকে বেছে নিলেন মুখ্য চরিত্রের জন্য। তিনি বলেন, 'আমি যখন ওর (কার্তিক আরিয়ান) ছবি প্রথমবার দেখি, আমি সাধারণত তাদের পারফরম্যান্স অনুযায়ী প্রশংসা করি। এবার যখন এই ছবির জন্য আমি, ভূষণ (ভূষণ কুমার), মুরাদ (মুরাদ খেতানি) বসে আলোচনা করছিলাম যে কাকে নেওয়া যায়, তখন আমাদের প্রথম পছন্দ ছিল কার্তিক, যদি ও করতে চায়। আর ও রাজিও হয়ে যায়।'