কলকাতা: তাঁর বৈবাহিক সম্পর্কের টানাপোড়েন, বিচ্ছেদ.. এই সমস্ত সামনে আসার পরেই নাকি জীবনের গতি হারিয়েছেন এই নায়িকা। বারে বারে অসুস্থ হয়ে পড়ছেন, সহ্য করতেন পারছেন না দুশ্চিন্তাও। আর সেই সমস্ত কারণেই কি এবার হলিউড থেকে সরে যেতে চান তারকা অ্যাঞ্জেলিনা জোলি (Angelina Jolie)?


২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত হলিউড অভিনেতা ব্র্যাড পিটের (Brad Pitt)-এর সঙ্গে বিবাহিত জীবন কাটিয়েছেন অ্যাঞ্জেলিনা.. তাঁদের সম্পর্ক ছিল রূপকথার মতোই সুন্দর। তবে সেই সম্পর্কে বিচ্ছেদের টেনেছেন তাঁরা ২০১৯ সালে। এই সিদ্ধান্তে অনেকে সাময়িকভাবে অবাক হয়েছেন, প্রিয় জুটি ভেঙে যাওয়ার জন্য মনখারাপ হয়েছিল অনেকেরই। তবে এ তো অনুরাগীদের কথা। সম্পর্ক ভাঙার কী প্রভাব পড়েছিল খোদ অ্যাঞ্জেলিনার ওপর? সম্প্রতি এক সাক্ষাৎকারে নায়িকা শুনিয়েছেন সেই কথাই। 


অ্যাঞ্জেলিনা জানান, বিচ্ছেদের ৬ মাস আগেই তিনি বেলস পালসি রোগে আক্রান্ত হন। আর বিচ্ছেদের পরে বিভিন্ন মন্তব্য, কটু কথা, সর্বদা তাঁর দিকে নজর রাখা, সব মিলিয়ে বাঁচার স্বাভাবিক ছন্দও হারিয়ে ফেলেছিলেন তিনি। সেই সময়ে তাঁর মনে হত, তিনি বোধহয় স্বাধীনভাবে চলাফেরাও করতে পারবেন না। এই সময়ের কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, 'সেই সময়ে আমার মানসিক চাপ শরীরে প্রচণ্ড প্রভাব ফেলেছিল। আমার ব্লাড সুগার প্রবলভাবে ওঠানামা করত। আমি হলিউডে স্বাভাবিক জীবন কাটাতেই পারতাম না কারণ যখনই হলিউডের কোনও সামাজিক অনুষ্ঠানে যেতাম, সবার বাঁকা নজর পড়ত আমার দিকে। এই পরিস্থিতি এড়াতে অধিকাংশ সময় কম্বোডিয়ায় থাকতে শুরু করেছিলাম আমি। হলিউডের পরিবেশ মোটেই আর স্বাস্থ্যকর নেই। আমি যখন কাজ শুরু করেছিলাম তখন পরিস্থিতি এমন ছিল না। এখন হলিউডের মানসিকতা অনেক সংকীর্ণ হয়ে গিয়েছে।'


অ্যাঞ্জেলিনা আরও জানিয়েছেন, তিনি ও তাঁর সন্তানদের কিছুটা সময় চাই নিজেদের গুছিয়ে নেওয়ার জন্য। বারে বারে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন কথা, আলোচনা বেশ ক্লান্ত করে তুলেছে তাঁকে। তবে সত্যিই অভিনেত্রী হলিউড থেকে সরে দাঁড়াতে চান কি না, সেই নিয়ে কোনও স্পষ্ট বার্তা দেননি। তবে অ্যাঞ্জেলিনার বক্তব্যে স্পষ্ট... একদিকে মানসিক টানাপোড়েন অন্যদিকে বারে বারে নিজেকে আতস কাচের তলায় রাখতে রাখতে ক্লান্ত তিনি। 


আরও পড়ুন: Sandipta-Soumya Marriage: বৃষ্টিদিনে ঝলমলে সন্দীপ্তার 'হলুদ-সাজ', আজই সৌম্যর সঙ্গে সাত পাকে বাঁধা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।