অরিন্দম সেন, আলিপুরদুয়ার: রক্তাক্ত চিতাবাঘের (Leopard Body Recovery) দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ারে (Alipurduar News)। ঘটনাস্থলে পৌঁছলেন জলদাপাড়া বনবিভাগের কর্মীরা। কী ভাবে এই ঘটনা ঘটল, তার তদন্ত শুরু হয়েছে। 


কী ভাবে খোঁজ?
যা জানা যাচ্ছে, তাতে ঘটনাটি আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর-১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটেছে। বৃহস্পতিবার সকালে জটেশ্বর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ধুলাগাঁও শ্মশান ঘাটের পাশে, স্থানীয়রাই ওই পূর্ণ বয়স্ক চিতাবাঘের দেহ দেখতে পারেন। চিতাবাঘটির মুখ থেকে রক্তক্ষরণের স্পষ্ট চিহ্ন পাওয়া গিয়েছে। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছে যান জলদাপাড়া বনবিভাগের অন্তর্গত মাদারিহাট রেঞ্জের কর্মীরা। পৌঁছয় ফালাকাটা থানার পুলিশও। শুরু হয়েছে তদন্ত। জলদাপাড়া বনবিভাগের সহকারি বন্যপ্রাণ সহায়ক নভোজিৎ দে বলেন, 'ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। চিতাবাঘের মুখ দিয়ে রক্তক্ষরণ হলেও দেহের বাইরে আঘাতের চিহ্ন নেই। যদিও মৃত্যুর কারণ নিয়ে সমস্ত সম্ভাবনাই ক্ষতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত হলে এই ছবিটা আরও স্পষ্ট হবে।'এর আগে, গত বছর নভেম্বরেও, আলিপুরদুয়ার জেলার বীরপাড়ায় পূর্ণবয়স্ক চিতাবাঘের দেহ উদ্ধার হয়। সে বারের ঘটনাস্থল ছিল আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার অন্তর্গত তুলসিপাড়া চা বাগান এলাকা। প্রাণীটির দেহের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন ছিল জানায় বন দফতর। 


স্থানীয় বাসিন্দারা জানান, বীরপাড়া থেকে লঙ্কাপাড়া যাওয়ার রাজ্য সড়কের কাছে পড়ে ছিল ওই চিতাবাঘের দেহ। প্রাণীটির পেটের কাছে আঘাতের চিহ্ন রয়েছে বলেও দাবি করেন তাঁরা। তাঁদের নজরে চিতাবাঘের দেহটি আসার পরই খবর দেওয়া হয় বন দফতরে। জলপাইগুড়ি ডিভিশন অন্তর্গত দলগাঁও রেঞ্জের বনকর্মীরা এসে উদ্ধার করে নিয়ে যায় দেহটি। বনকর্মীদের ধারণা ছিল, পূর্ণ বয়স্ক পুরুষ চিতাবাঘটির বয়স ৭ থেকে ৮ বছর। তাঁদের আরও অনুমান, চা বাগানের মাঝ দিয়ে গিয়েছে রাস্তা। সেই রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির কোনও গাড়ির ধাক্কায় মারা গিয়ে থাকতে পারে চিতাবাঘটি।


আগেও মৃত্যু...
 তরাই-ডুয়ার্স এলাকায় আগেও একাধিকবার চিতাবাঘের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গত বছর নভেম্বরের ওই ঘটনার আগেই যেমন বাগডোগরায় জলের রিজার্ভারে ডুবে মারা যায় একটি চিতাবাঘ। বাগডোগরার হাঁসখোয়া চা বাগানের ঘটনা ছিল সেটি। কোনওভাবে জলের রিজার্ভারে পড়ে যায় চিতাবাঘটি। বেশ কিছুক্ষণ সাঁতরে ভেসে থাকার চেষ্টা করে সে। খবর পেয়ে হই হই পড়ে যায়। রিজার্ভারের চারিদিকে ভিড় করেন অনেকে। কিন্তু শেষ পর্যন্ত চিতাবাঘটিকে তোলা যায়নি। জলে ডুবেই মারা যায় প্রাণীটি।


আরও পড়ুন:চোরাই কয়লা পাচার করতে গিয়ে নলহাটি পুলিশের জালে ৪