নয়াদিল্লি: মাত্র ২৭ বছর বয়সে গত এপ্রিলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জনপ্রিয় ইউটিউবার অভ্রদীপ সাহা (YouTuber Abhradeep Saha), ওরফে 'Angry Rantman'। বিশ্বজুড়ে একাধিক অনুরাগী শোকস্তব্ধ হয়ে যান এই খবর শুনে। তাঁর ফুটবল প্রেম, বিশেষ করে চেলসি (Chelsea) প্রীতির কথা মাথায় রেখে দলের তরফে বিশেষ শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়। সম্প্রতি 'ওয়েস্ট হ্যাম ইউনাইটেড' (West Ham United) দলের বিরুদ্ধে একটি ম্যাচে চেলসির তরফে শ্রদ্ধা নিবেদন করা হয়।
চেলসির ম্যাচে 'Angry Rantman'কে শ্রদ্ধা নিবেদন
ফুটবল নিয়ে হাস্যরসে পরিপূর্ণ কমেন্ট্রি করে প্রথম খ্যাতি লাভ করেন তিনি। মূলত ক্রীড়া বিষয়ক কন্টেন্টই তাঁর ভাইরাল হত বেশি। ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির সমর্থক হিসেবে তাঁর খ্যাতি ছিল বিশাল, এবং ২০১৭ সালে ভাইরাল হয় তাঁর 'নো প্যাশন, নো ভিশন'।
এদিন শ্রদ্ধা নিবেদনের ছবি ও ভিডিও পোস্ট করে টম ওভারেন্ড। তিনিও অপর এক চেলসি অনুরাগী এবং কন্টেন্ট ক্রিয়েটার। ভিডিও পোস্ট করে টম লেখেন, 'স্ট্যামফোর্ড ব্রিজে অভ্রদীপ সাহার জন্য শ্রদ্ধা নিবেদন। ক্লাবের কাছে অত্যন্ত কৃতজ্ঞ এর জন্য।' ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে গোটা স্টেডিয়াম অপেক্ষায় রয়েছে ম্যাচ শুরুর। সেই সময় এক সঞ্চালককে বলতে শোনা যায় অভ্রদীপ সাহা সম্পর্কে ও তাঁর উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করা হয়। অসংখ্য মানুষকে তাঁর জন্য করতালি দিতে শোনা যায়।
৫ মে এই পোস্ট শেয়ার করা হয়। প্রায় কয়েক লক্ষাধিক ভিউ হয়েছে পোস্টটির। ১৭ হাজার ছাড়িয়েছে লাইকের সংখ্যা, বলাই বাহুল্য যা ক্রমশ ঊর্ধ্বমুখী। কমেন্ট সেকশনে অনুরাগীদের মন্তব্যের বন্যা। একজন লেখেন, 'এইটা ঘটানোর নেপথ্যে সমস্ত চেষ্টার ধন্যবাদ টম।' অপর একজন লেখেন, 'প্রচেষ্টার জন্য ধন্যবাদ বন্ধু। তুমি দারুণ একটা কাজ করেছ।'
অভ্রদীপ সাহা ওরফে 'Angry Rantman' কে?
বছর ২৭-এর অভ্রদীপ সাহা ছিলেন কলকাতার বাসিন্দা। যদিও অভ্রদীপ বেঙ্গালুরুর নারায়না কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কনটেন্ট ক্রিয়েটার হিসেবেই জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। নিজের নাম 'Angry Rantman' রেখেছিলেন তিনি কারণ প্রত্যেকটা ভিডিওই তিনি বানাতেন রাগ করে। যেন খুব রেগে কথা বলছেন দর্শকদের সঙ্গে। সিনেমা থেকে শুরু করে ম্যাচ রিপোর্ট, সবকিছুতেই নিজের সোজাসাপ্টা বক্তব্য রাখতেন তিনি।
আরও পড়ুন: Ayan Mukerji With Raha: 'বন্ধ করো প্লিজ!' খুদে রাহাকে কোলে নিয়ে অয়ন, 'বিরক্ত' পাপারাৎজিদের কাণ্ডে
ইনস্টাগ্রামে ১ লাখ ২০ হাজার ফলোয়ার, ইউটিউবে ৪ লাখ ২৮ হাজার সাবস্ক্রাইবার আছে তাঁর। ২০১৭ সালে প্রথম ইউটিউবে কনটেন্ট তৈরি শুরু করেছিলেন অভ্রদীপ। সেই সময়ে ইউটিউব বা অন্য়ান্য সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট ক্রিয়েটারের কাজ তেমন পরিচিত ছিল না। বলা ভাল, সবে শুরু হচ্ছে এই চল। কিন্তু সেই সময়েই নিয়মিত কনটেন্ট তৈরি করতেন অভ্রদীপ। নিজের ছন্দে, নিজের স্টাইলে। ধীরে ধীরে তা জনপ্রিয় হয়ে ওঠে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।