কলকাতা: বয়স তাঁর কাছে কার্যত একটা সংখ্যা মাত্র। বরং অনেকেই নাকি বলেন, তাঁর বয়স এক জায়গাতেও দাঁড়িয়ে নেই, কমছে বরং। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই প্রমাণ পাওয়া যায়, এই কথা নেহাৎ মিথ্যে নয়। বিভিন্ন ফিটনেসের টুকরো যে ছবি সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ার করেন, সেখানে তাঁকে দেখলে বয়স বোঝে কার সাধ্য! তিনি অনিল কপূর (Anil Kapoor)। 


আগামীকে হৃতিক রোশন (Hrittik Roshan) ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) অভিনীত ফাইটার (Fighter) ছবিতে দেখা যাবে তাঁকে। আর সেই ছবির জন্যই নিজেকে তৈরি করছেন তিনি। সম্প্রতি অক্সিজেন মাস্ক পরে ট্রেডমিলে ছোটার একটি ভিডিও শেয়ার করেছিলেন অনিল। আর এবার, মাইনাস ১১০ ডিগ্রি সেলসিয়াসে ওয়ার্কআউটের ভিডিও শেয়ার করে তাক লাগালেন বলিউড অভিনেতা। 


সোশ্যাল মিডিয়ায় আজ ওয়ার্কআউটের ভিডিও শেয়ার করে নিয়ে অনিল কপূর লিখেছেন, '৪০-এ বদমাইশি করার সময় শেষ। এবার ৬০-এ সেক্সি হওয়ার সময়। ফাইটার মোড অন।' তাঁর এই ভিডিওতে প্রশংসা করেছেন তাঁর সতীর্থ, পরিবারের মানুষেরা ও অন্যান্য তারকারাও। কপিল শর্মা লিখেছেন, 'বাহ.. আমিও একটা করতে চাই।' অনিল কপূরের স্ত্রী সুনীতা কমেন্ট সেকশনে একটি হৃদয়ের চিহ্ন এঁকে দিয়েছেন।


এর আগে 'জুগ জুগ জিও' ছবিতে দেখি গিয়েছিল অনিল কপূরকে। এই ছবিতে ছিলেন কিয়ারা আডবাণী (Kiara Advani), বরুণ ধবন (Varun Dhawan), নীতু কপূর (Nitu Kapoor)।


বলিউডের পাশাপাশি হলিউডেও কাজ করেছেন অনিল কপূর। তাঁর প্রথম হলিউড ছবি ছিল 'স্লামডগ মিলেনিয়ার'। ১৯৭৯ সালে বলিউডে আত্মপ্রকাশ হয় অনিল কপূরের। বি টাউনের অন্যতম পরিশ্রমী অভিনেতা তিনি। এমনটাই মত তাঁর সহকর্মীদের। কেরিয়ারের শুরুতে আর্থিক সঙ্কটে পড়েন অনিল কপূর। একাধিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে, টাকা রোজগারের জন্য বেশ কিছুদিন রাজ কপূরের গ্যারেজে কাজ করেন। বেশ কিছু ছবিতে নিজের গলায় গান গেয়েছেন অনিল কপূর। প্রশিক্ষণপ্রাপ্ত গায়ক তিনি। 'ও সাত দিন' ছবির 'পেয়ার কিয়া নেহি জাতা', 'হামারা দিল আপকে পাস হ্যায়' ছবির 'আই লভ ইউ', এবং আরও বেশ কয়েকটি গান গেয়েছেন তিনি।


আরও পড়ুন: Arnab Ipshita: অভিমানের ওপারে... অর্ণব ঈপ্সিতার পরিবারে এল নতুন সদস্য 'চমচম'