নয়াদিল্লি: রাস্তাঘাট নয়, নয় পাড়ার রোয়াক। ধুন্ধুমার বেঁধে গেল আকাশে, মানে বিমানের মধ্যে। আর তার ঝাঁঝ এতটাই যে আকাশ থেকে বিমান ফিরে এল বিমানবন্দরে। দিল্লি থেকে লন্ডন যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। সোমবার ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফিরে আসতে হল বিমানটিকে। কারণ এক উচ্ছৃঙ্খল যাত্রী কার্যত তুলকালাম করে ফেলেন মাঝ আকাশে বিমানকর্মীদের সঙ্গে। ঝগড়ার পারদ চড়তেই থাকে। 


ক্রু-দের আঘাত


বিমান সংস্থার তরফে জানানো হয়েছে,  এয়ার ইন্ডিয়া দিল্লি - লন্ডন (AI-111)  বিমানটি ফিরে আসতে বাধ্য হয় দিল্লি বিমান বন্দরে। কারণ, এক যাত্রী মাঝ-আকাশেই কেবিন ক্রু-দের আঘাত পর্যন্ত করেন বলে জানানো হয়েছে।  এয়ারলাইনস একটি বিবৃতিতে জানিয়েছে ক্রুদের শারীরিক আঘাত করেন ওই যাত্রী।                  


অবতরণের করার পর অভিযুক্ত যাত্রীকে বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের হাতে তুলে দেওয়া হয়।  জানা গিয়েছে, ওই বিমান সংস্থা এই ঘটনা নিয়ে  দিল্লি বিমানবন্দর পুলিশের কাছে একটি অভিযোগও দায়ের করেছে।     

আরও পড়ুন : 


নতুন করে দৈনিক করোনা সংক্রমণ প্রায় ৬ হাজার, সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার পার


            


বিমান সংস্থার বিবৃতি


এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই 111 ১০ এপ্রিল দিল্লি থেকে লন্ডনের হিথরো যাবে বলে ওড়ে। Air India র তরফে জানানো হয়েছে, বোর্ডে থাকা একজন যাত্রীর সঙ্গে গুরুতর ঝামেলা হয় বিমান কর্মীদের। তাই সেই বিমানটিকে ফিরে আসতে হয় দিল্লিতে।   এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র এই বিবৃতি দেন। 


“মৌখিক এবং লিখিত সতর্কবার্তায় কর্ণপাত না করে, ওই যাত্রী দু’জন কেবিন ক্রু সঙ্গে খারাপ ব্যবহার করেন। শারীরিক ক্ষতি করেন, অযৌক্তিক আচরণ চালিয়ে যান। তখন পাইলট ইন কমান্ড দিল্লিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।  অবতরণ করার পরে ওই যাত্রীকে নিরাপত্তা কর্মীদের কাছে হস্তান্তর করা হয়েছে,” জানিয়েছে বিমান সংস্থাটি।


আবার কখন উড়বে ওই বিমান ? 
বিবৃতিতে আরও বলা হয়েছে,   যে ক্রু-দের সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে, তাদের সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করা হয়েছে এবং যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। সোমবার বিকেলে লন্ডনের উদ্দেশে বিমানটি ফের উড়বে।  এদিকে পুলিশ জানিয়েছে, তারা অভিযোগ পেয়েছে এবং এ বিষয়ে ব্যবস্থা নেবে।