কলকাতা: আবারও খবরের শিরোনামে উঠে এলেন অনিল কপূর। সম্প্রতি তিনি দিল্লি হাইকোর্টে একটি মামলা দায়ের করেছেন। যেখানে উল্লেখ করা হয়েছে যে, অনুমতি ছাড়া যেন তাঁর নাম, কণ্ঠস্বর, স্বাক্ষর, ছবি কোনও বাণিজ্যিক বা ব্যক্তিগত স্বার্থের জন্য় ব্য়বহার করা না হয়। নিজের ব্য়ক্তিত্বের অধিকারের সুরক্ষা রক্ষার জন্য়ই এই মামলা বলে জানিয়েছেন অভিনেতা।
'মিস্টার ইন্ডিয়া' জানিয়েছেন, 'আমি আমার নাম, ইমেজ, কণ্ঠস্বর এবং আমার ব্যক্তিত্বের অন্যান্য বৈশিষ্ট্য সহ আমার ব্যক্তিত্বের অধিকার রক্ষার জন্য আমার আইনজীবী অমিত নায়েকের মাধ্যমে দিল্লি হাইকোর্টে একটি মামলা করেছি। ডিজিটাল মিডিয়া সহ যে কোনও মাধ্য়মের অপব্যবহারের বিরুদ্ধে এই মামলা। এই মামলায় এমন অনেক উদারহণ আছে, যেখানে অনুমতি ছাড়াই আমার নাম, কণ্ঠস্বর, স্বাক্ষর, ছবি ব্য়বহার করা হয়েছে।'
আরও বলেন...
বিশ্বজুড়ে 'জওয়ান' জ্বর, মাত্র তেরো দিনে ৯০০ কোটিরও বেশি আয় করল শাহরুখ-নয়নতারার ছবি
তিনি আরও বলেন,'আদালত একটি বিশদ শুনানির পরে আমার মামলার পক্ষেই রায় দিয়েছে। অনুমতি ছাড়া যে ব্য়ক্তি বা সংস্থা আমার নাম, কণ্ঠস্বর, স্বাক্ষর, ছবি, জিআইএফ ব্য়বহার করেছে সেগুলিকে স্থগিত রাখার নির্দেশ দিয়েছে আদালত। আমার উদ্দেশ্য কারো স্বাধীনতা বা মত প্রকাশে হস্তক্ষেপ করা বা কাউকে শাস্তি দেওয়া নয়। আমার ব্যক্তিত্ব আমার জীবনের কাজ এবং আমি এটি তৈরি করতে কঠোর পরিশ্রম করেছি। এই মামলার মাধ্যমে, আমি আমার ব্যক্তিত্বের অধিকারের সুরক্ষা চাইছি যাতে কোনও উপায়ে এর অপব্যবহার রোধ করা যায়। বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে প্রযুক্তির দ্রুত পরিবর্তন যাতে আমার ব্যক্তিত্বের অধিকার লঙ্ঘন করতে না পারে সেইকারণেই এই মামলা করেছি আমি।'
এই মামলার পর অনিল কপূরের পক্ষেই রায় দিয়েছে দিল্লি আদালত। বিচারপতি প্রতিবা এম সিং দ্বারা জারি করা রায় অনুসারে অনিল কাপুরের নাম, উপমা, কণ্ঠস্বর বা তার পরিচয়ের অন্য কোনও বৈশিষ্ট্য আইটেম, রিংটোন বা অন্যান্য পণ্য তৈরি করতে কেউ ব্যবহার করতে পারবে না।
উল্লেখ্য়, বলিউডসূত্রের খবর অনুযায়ী, 'ওয়েলকাম ৩'-তে কাজ করার কথা ছিল অনিল কপূরের। তবে এই ছবিতে অভিনয়ের জন্য় ১৮ কোটি টাকা দাবি করেছিলেন অনিল কপূর। প্রযোজক তাতে রাজি না হওয়ায় এই ছবি থেকে সরে আসেন তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন