কলকাতা: অ্যাটলি কুমারের (Atlee Kumar) পরিচালনায়, শাহরুখ খান (Shah Rukh Khan), নয়নতারা (Nayanthara), বিজয় সেতুপতির (Vijay Sethupathi) অভিনয়ে তৈরি 'জওয়ান' ঝড় এখনও অব্যাহত প্রেক্ষাগৃহে ('Jawan' Box Office Collection)। ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ছবিটি। ১৩ দিন পরেও দুর্দান্ত ব্যবসা করল ছবিটি। দেশের বাজারে ৫০০ কোটির ব্যবসা পার করল 'জওয়ান'। আর ১৩ দিনের মাথায় বিশ্বব্যাপী ৯০০ কোটির বেশি আয় করেছে এই ছবি। প্রযোজনা সংস্থা 'রেড চিলিজ এন্টারটেনমেন্ট'-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে পোস্ট করে জানানো হয়েছে এই আয়ের পরিমাণ।
ট্রেড অ্যানালিসিস ওয়েবসাইট Sacnilk.com-এর হিসেব অনুযায়ী, এই ছবি দেশের বক্স অফিসে তিনটি ভাষা মিলিয়ে ৫০০ কোটি আয় পেরিয়ে গিয়েছে। তাদের হিসেব অনুযায়ী, এই ছবি মঙ্গলবার মোট ১৪ কোটি টাকা আয় করেছে হিন্দি, তামিল ও তেলুগু মিলিয়ে। এখন এই ছবির আয় ১৩ দিনে ৫০৭.৮৮ কোটি টাকায়।
৭ সেপ্টেম্বর, জন্মাষ্টমীর আবহে বড়পর্দায় আসে 'জওয়ান'। প্রথম দিনেই ৭৫ কোটির ব্যবসা করে ছবিটি। প্রথম সপ্তাহের শেষে ৩৮৯ কোটি টাকা আয় করে এবং দ্বিতীয় সপ্তাহ শেষে সেই আয় পার করল ৫০০ কোটি টাকার গণ্ডি। 'জওয়ান' ভারতে মুক্তিপ্রাপ্ত সবচেয়ে বেশি আয় করা হিন্দি ছবির নিরিখে রয়েছে চতুর্থ স্থানে। তার আগে রয়েছে 'পাঠান', 'বাহুবলী: দ্য কনক্লুশন' ও 'গদর ২'। সম্প্রতি এই তালিকায় থাকা 'কেজিএফ ২'কে টপকে গেছে 'জওয়ান'।
প্রসঙ্গত, 'জওয়ান' ছবির হাত ধরে বলিউডে পা রাখলেন তামিল তারকা নয়নতারা। এই প্রথম বলিউড ছবির পরিচালনা করলেন অ্যাটলি। ছবিতে নেতিবাচক চরিত্রে দেখা গেছে দক্ষিণের তারকা অভিনেতা বিজয় সেতুপতিকে। এছাড়া ক্যামিও চরিত্রে দেখা গেছে দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্তকে। অভিনয় করেছেন প্রিয়মণি, সানিয়া মলহোত্র, ঋধি ডোগরা, লেহর খান, গিরিজা ওক, সঞ্জিতা ভট্টাচার্য প্রমুখ।
একদিকে যখন গণেশ চতুর্থীতেও বক্স অফিস মাতিয়ে রেখেছে কিং খানের ছবি, তখন অন্যদিকে এই উৎসবে তাঁকে সপরিবারে দেখা গেল মুকেশ আম্বানির বাড়ির পুজোয়। শাহরুখ খান এদিন 'অ্যান্টিলিয়া'য় পৌঁছন স্ত্রী গৌরী খান, মেয়ে সুহানা খান, ছোট ছেলে আব্রামের সঙ্গে। পোজ দিলেন পাপারাৎজিদের জন্য।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন