মুম্বই: একেই আজ রবিবার। যে দিনটায় প্রেক্ষাগৃহে উপচে পড়ে ভিড়। তার উপর বড়দিনের মরশুম। সম্প্রতি এক রবিবারে ভারত-অস্ট্রেলিয়ার ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল ছিল। খেলা শেষে যাতে মানুষ থিয়েটারমুখী হয়, তাই অনুরোধ জানিয়েছিলেন 'টাইগার-২'-সলমন খান (Salman Khan)। বলাইবাহুল্য় রবিবারের কী মহিমা প্রযোজকদের কাছে ? তা কারও আর জানা বাকি নেই। তবে সেই আশঙ্কা কাটিয়ে ইতিমধ্যেই  ৫০০ কোটির ঘর ছুঁইছুঁই রণবীর কাপুরের ( Ranbir Kapoor) 'অ্যানিম্যাল' (Animal)। রিপোর্ট বলছে, ১৬ তম দিনে 'অ্যানিম্যাল' আয় করেছে ১৩ কোটি। পরিসংখ্যান বলছে, তাহলে কি রবিবারেই ৫০০ কোটির ঘর পেরোতে চলেছে রণবীরের ছবি ?


বক্সঅফিসে ভাল ব্যবসা করছে রণবীর কাপুরের 'অ্যানিম্যাল'


বক্সঅফিসে ভাল ব্যবসা করছে 'অ্যানিম্যাল।' পাশাপাশি ভিকি কৌশলের 'স্যাম বাহাদুর' ও কম যায় না। দুটি ছবিই সমালোচক ও দর্শকদের কাছ থেকে ভাল সাড়া পেয়েছে। কিন্তু রণবীর কাপুরের ছবি আয়ের দিক থেকে অনেকটাই এগিয়ে গিয়েছে। Sacnilk.Com এর রিপোর্ট জানান দিচ্ছে, ১৬ তম দিনে 'অ্যানিম্যাল' আয় করেছে ১৩ কোটি। মূলত পয়লা ডিসেম্বর মুক্তি পায় রণবীরের অ্যানিম্যাল ছবিটি। ওই একই দিনে বক্সঅফিসে এসেছিল ভিকি কৌশল অভিনীত এবং মেঘনা গুলজার পরিচালিত 'স্যাম বাহাদুর'। 


বক্সঅফিসে ব্যবসায়িক সাফল্যের গ্রাফ সময়ের সঙ্গে কারওই সমানুপাতিক নয়


সম্প্রতিকালে ভারতীয় ছবির মধ্যে মুক্তির কয়েকদিনের মধ্যেই লাফিয়ে ৫০০ কোটির রেকর্ড জওয়ানের রয়েছে। শাহরুখের এই ছবি ব্যবসায়িক এই গ্রাফ তুলতে  সময় লেগেছিল ১৩ দিন। সেখানে গদর ২ এই অঙ্ক এনেছিল ২৮ দিনে। তাই প্রত্যেকের ক্ষেত্রে কখনই সময়ের সঙ্গে সমানুপাতিক নয় আয়ের অঙ্কটা। তবে আশা করা হচ্ছে, সামনে সপ্তাহে বড় দিনের মরশুমে আরও বড় অঙ্কে পৌঁছতে পারে রণবীরের 'অ্যানিম্যাল' বলে জল্পনা চরমে। 


আরও পড়ুন, 'ভাল আছেন শ্রেয়স, পরিবারকে দেখে হেসেছেন..', কী বলছেন অভিনেতার স্ত্রী ?


বাইশ তারিখের পর কঠিন লড়াইয়ের অপেক্ষায় রণবীরের 'অ্যানিম্যাল'


প্রসঙ্গত, যদিও বছর শেষে বক্সঅফিসে রণবীর ঝড় উঠলেও, এরপর লাইমলাইটে পাশাপাশি উঠবে শাহরুখ ঝড়ও। কারণ ২০২৩ সালে তৃতীয় ছবি আনছেন বাদশা। মূলত ডিসেম্বরেই রাজকুমার হিরানির পরিচালনায় মুক্তি পেতে চলেছে 'ডাঙ্কি।' একইসঙ্গে ২২ তারিখে মুক্তি পাবে প্রভাসের 'সালার।' স্বাভাবিকভাবেই বাইশ তারিখের পর বক্সঅফিসে লংরানে যেতে রীতিমত লড়াই করতে হবে রণবীরের 'অ্যানিম্যাল'-কেও।