কলকাতা: এই ভিডিও ভীষণ ব্যক্তিগত। তবুও সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করে নিতে পিছপা হলেন না তাঁরা। কেনই বা হবেন.. এই ছবি তো জীবন বদলে দেওয়ার। পরিবারে নতুন সদস্য আসার। সোশ্যাল মিডিয়ায় হাসপাতাল যাওয়া থেকে শুরু করে একরত্তি মেয়ের কোলে আসার ভিডিও শেয়ার করে নিলেন অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী (Anindita Raychaudhury)। সঙ্গে লেখায় শেয়ার করে নিলেন মা হওয়ার অভিজ্ঞতা। ১ সপ্তাহ পার, কোলে এসেছে একরত্তি শিশুকন্যা। 


সোশ্যাল মিডিয়ায় আজ একটি ভিডিও শেয়ার করে অনিন্দিতা লিখেছেন, 'আচ্ছা, এই ভিডিওটা ভীষণ, ভীষণ ব্যক্তিগত। খুব কাছের একটা ভিডিও। কিন্তু ইচ্ছা হল সবার সঙ্গে ভাগ করে নিতে। অবাক হয়ে যাচ্ছি... আমি ভাবতেই পারছি না এক সপ্তাহ মানে সাত সাতটা দিন পেরিয়েও গেল আমার মা হওয়ার। আর আমাদের রানী, আমাদের পরী, আমাদের মেয়ে, আমাদের জীবনে অদ্ভুত সব দারুন দারুন দিন নিয়ে আসতে শুরু ও করে দিয়েছে। বাবা রোজদিন আবেগপ্রবণ হয়ে কাঁদে সেই শুরুর দিন থেকে। এক মুখ হাসি নিয়ে সব্বাই কে বলে "আমাদের মেয়ে হয়েছে, মেয়ে"। গোটা আট মাস ধরে বাবা, মা, কাকু, কাকিমা, দিদা, দাদু, মাসি, পিসি, মামা, সবাই খালি বলে গিয়েছে, পরী আসবে, রাজা আসবে, রানী আসবে, রাজকুমার আসবে। কিন্তু যে যাই বলুক বাবার মেয়ে আর না এসে পারেনি, সবাই এত্ত অবাক হয়ে খালি কেঁদেছে, হাত তালি দিয়েছে, খুব ভালোবেসেছে, ভালোবেসে যাচ্ছে, ভালোবেসে যাবে।  আমাদের মেয়ে হয়েছে রে, মেয়ে।' সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও অনিন্দিতা শেয়ার করে নিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে, মেয়ে হওয়ার খবরে সুদীপের চোখে জল। আবেগে ভেসেছেন বাড়ির সবাই।


প্রসঙ্গত,  অন্তঃসত্ত্বা হওয়ার পরেও ধারাবাহিকের শ্যুটিংয়ে উপস্থিত থেকেছেন অনিন্দিতা। শ্যুটিং করে গিয়েছেন নিয়মিত। সুস্থই ছিলেন তিনি। সন্তান জন্মের পরে হাসপাতালেই রয়েছেন তিনি। তাঁর শরীরের ওপর যথেষ্ট ধকল গিয়েছে ফলে হাসপাতালেই থাকতে হবে তাঁকে। তবে মেয়েকে লক্ষ্মী নয়, রানি হিসেবে পরিচয় করিয়ে দিয়ে যেন অন্য পথে হেঁটেছেন অনিন্দিতা ও সুদীপ। বর্তমান সমাজে মেয়ে আসলে যেন দায়িত্ব বেড়ে যায়। সেই দায়িত্ব যেন বেড়ে গেল সুদীপ আর অনিন্দিতারও। এখনও পর্যন্ত মেয়ের নাম ঠিক করেননি তাঁরা। 


 






আরও পড়ুন: Karan Johar: ঝরঝরিয়ে কমছে ওজন, শীর্ণকায় চেহারা! কর্ণ কী অসুস্থ? পরিচালক বললেন...