কলকাতা: এই প্রথম নয়, এর আগেও বারে বারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে তাঁর ছবি। এর কারণ তাঁর খ্যাতি নয়, তাঁর হঠাৎ ওজন হ্রাস! বলিউড থেকে শুরু করে অনুরাগীদের মধ্যে এখন চর্চায় কর্ণ জোহরের (Karan Johar) হঠাৎ ওজন হ্রাস। চিরকালই সামান্য ভারি চেহারা কর্ণের। কিন্তু সদ্য প্রকাশ পাওয়া কিছু ছবিতে একেবারে অন্যরকম দেখাচ্ছে কর্ণকে। ঢুকে গিয়েছে তাঁর গাল, বেরিয়ে এসেছে চোয়াল। শারীরিকভাবেও অনেকটা ওজন কমিয়ে ফেলেছেন কর্ণ। কিন্তু তাঁর সেই ওজন কমানো এতটাই চোখে লাগছে যে বলিউডে এই নিয়ে ফিসফাস.. কর্ণ কী অসুস্থ? নাহলে তাঁর হঠাৎ করে এতটা ওজন হ্রাস হচ্ছেই বা কী করে!
অক্টোবর মাসে কর্ণ জোহরের প্রযোজনায় মুক্তি পেয়েছিল 'জিগরা' ছবিটি। সেই ছবির প্রচারে একটি টক শো- এ গিয়েছিলেন কর্ণ। সেখানে সঞ্চালক তাঁকে প্রশ্ন করেছিলেন, তিনিই কি 'জিগরা'-র নায়ক! নাহলে তিনি এভাবে ওজন কমালেন কেন এবং কী করে? সেই সময়ে মষ্করা করেই এই প্রশ্ন এড়িয়ে যান কর্ণ। কিন্তু সেই প্রথম ও সেই শেষ নয়। এর পরে নেটপ্রভাবী হর্ষ গুজরাল কর্ণকে এই একই প্রশ্ন করেন। জানতে চান কেন এভাবে তাঁর ওজন কমছে।
এই প্রশ্নের উত্তরে মুখ খোলেন কর্ণ। বলেন, তিনি স্বাস্থ্যের দিকে নজর রাখছেন। স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন। তিনি চান ফিট থাকতে। আর সেই কারণেই তিনি এখন বিশ্বাস করতে শুরু করেছেন, জীবন মানেই সুস্থাস্থ্যের অধিকারী হওয়া আর সঠিক খাবার খাওয়া। ভাল দেখানোর জন্য যা যা করা প্রয়োজন, সবকিছুই নাকি করছেন তিনি। অর্থাৎ, কেবল মাত্র জিভে লাগাম লাগিয়ে ও শরীরচর্চা করেই কর্ণ এভাবে ওজন কমিয়ে ফেলেছেন। তিনি সুস্থ আছে। একেবারেই অসুস্থ নন। এরপরেও তাঁর দিকে প্রশ্ন ধেয়ে আসে যে শুধুই কী ডায়েট আর শরীরচর্চা করেই এতটা ওজন কমিয়েছেন কর্ণ? নাকি এর আড়ালে রয়েছে অস্ত্রোপচার? সেই উত্তর অবশ্য এড়িয়ে যান কর্ণ।
সদ্য সোশ্যাল মিডিয়ায় কর্ণ জানিয়েছেন, তিনি নাকি কোনও মানুষ নয়, ইনস্টাগ্রামের সঙ্গে প্রেম করছেন। সে নাকি কর্ণের সমস্ত কথা শোনে। যাতে কর্ণ নিজের স্বপ্নকে সফল করতে পারে, সবসময় সেইদিকে নজর রাখে। এমনকি মাঝেমধ্যে কর্ণের বিলও নাকি মিটিয়ে দেয়। এমন কাউকে নাকি ভাল না বেসে পারা যায় না। তবে কর্ণের এই কথা শুনে নাকি হতাশ হয়েছেন তাঁর অনুরাগীরা। অনেকেই মনে করেছিলেন, কর্ণের জীবনে এবার সত্যিই কেউ এসেছে। তাঁর সঙ্গেই বোধহয় সম্পর্কে জড়িয়েছেন কর্ণ। তবে তা নয়, কর্ণ নিছকই মজা করেছেন।